সনি এবার বহনযোগ্য প্লেস্টেশন ডিভাইস ছাড়ার ঘোষণা দিয়েছে। ‘প্রজেক্ট কিউ’ শীর্ষক পরিকল্পনার অংশ হিসেবে নতুন প্লেস্টেশন আনবে কোম্পানিটি।

ডিভাইসটিতে একটি  ৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন থাকবে যার সর্বোচ্চ রেজ্যুলেশন হবে ১০৮০ পিক্সেল।  এতে প্লেস্টেশন ৫ এর ডুয়ালসেন্স ওয়্যারলেস কন্ট্রোলারের সব বৈশিষ্ট্যও থাকবে।

তবে সনির আগের হ্যান্ডহেল্ড কনসোল প্লেস্টেশন ভিটা থেকে  এটি ভিন্ন, প্রজেক্ট কিউ নিজ থেকে গেম চালাতে সক্ষম হবে না। বরং, এটি প্লেস্টেশন ৫ থেকে রিমোট প্লে-এর মাধ্যমে গেমগুলি চালানোর অনুমতি দেবে।