প্রচলিত পাসওয়ার্ড মনে রাখার ঝক্কি এড়াতে গুগল নিয়ে এলো নতুন ফিচার গুগল ‘পাস-কি’। পাসওয়ার্ডে মনে রাখার নিরাপদ বিকল্প এবং সহজে ব্যবহারযোগ্য মাধ্যম হতে পারে ‘পাস-কি’। সাধারণত ব্যবহারকারীরা যেভাবে বায়োমেট্রিক সেন্সর (যেমন– আঙুলের ছাপ বা মুখাবয়ব), পিন বা প্যাটার্নের সাহায্যে অ্যাপ এবং ওয়েবে সাইন-ইন করতে পারেন, ঠিক সেভাবে তারা বিভিন্ন অ্যাকাউন্টে ‘পাস-কি’ দিয়ে লগ-ইন করতে পারবেন।

‘পাস-কি’ 

গুগল ‘পাস-কি’ ফিচার বর্তমানে শুধু ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে। এখন এটি অফিস বা স্কুল অ্যাকাউন্টের জন্য সেটআপ করা যাবে না। নতুন কোনো অ্যাপ বা ওয়েবসাইটে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করতে গেলেই আপনাকে এই অপশন দেবে কোম্পানিটি।
দ্বিতীয়ত, আপনি যদি টু-স্টেপ ভেরিফিকেশন অথবা অন্য কোনো অ্যাডভান্স প্রটেকশন পদ্ধতি ব্যবহার করে থাকেন, তাহলে ‘পাস-কি’ দিয়ে সাইন-ইন করে আপনার দ্বিতীয় ভেরিফিকেশন ধাপকে বাইপাস করবেন।
পাশাপাশি অপারেটিং সিস্টেম এবং ব্রাউজারের ওপর নির্ভর করে, ইনকগনিটো বা এর সমতুল্য অন্যান্য ব্রাউজিং মোডে থাকাকালে আপনি পাস-কি তৈরি বা ব্যবহার করা যাবে না।

‘পাস-কি’ ব্যবহার করবেন যেভাবে

প্রথমে ‘https://myaccount.google.com/’-এ যান এবং সিকিউরিটি ট্যাপে ক্লিক করুন। এবার নিচে স্ক্রল করুন এবং দেখুন যে আপনার গুগলে সাইন-ইন করার বিভিন্ন অপশন দেখাচ্ছে। এখন সবার নিচে ‘পাস-কি’ অপশনে ক্লিক করুন। ‘পাস-কি’ তৈরি করুন। এবার অন-স্ক্রিন নির্দেশাবলি অনুসরণ করুন।  ‘পাস-কি’ তৈরি সম্পন্ন করতে, আপনার পাসওয়ার্ড দিতে হতে পারে অথবা ডিভাইস আনলক করতে হতে পারে।

সতর্কতা

ডিভাইসে ‘পাস-কি’ সংরক্ষণের অর্থ হলো যে কেউ ডিভাইস আনলক করতে পারলে আপনার গুগল অ্যাকাউন্টে আবার লগ-ইন করতে পারবে। সুতরাং, শুধু আপনার ব্যক্তিগত ডিভাইসগুলো থেকে আপনার অ্যাকাউন্টের জন্য ‘পাস-কি’ তৈরি করুন, যেগুলো আপনি নিয়ন্ত্রণ করেন।