জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত হয়েছে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। সরকারি অনুদানের এ সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন এফএম শাহীন ও হাসান জাফরুল বিপুল।
‘মাইক’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন– জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটি। এ ছাড়াও আছেন–

তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান প্রমুখ। ফেরদৌস বলেন, ‘মাইক’ চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নতুন মাত্রায় পৌঁছে দেবে। সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পাওয়ায় ভালো লেগেছে। আশা করছি, খুব শিগগির ছবিটি দর্শকরা দেখতে পাবেন।