কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে সেরা ছবি হিসেবে স্বর্ণপাম জিতেছে ‘অ্যানাটমি অব অ্যা ফল’। মার্ডার মিস্ট্রি, কোর্টরুম ড্রামা ঘরানার ছবিটি দিয়েই স্বর্ণপাম জিতেছেন ৪৪ বছর বয়সী ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েত। তিনি হলেন কানের ইতিহাসে তৃতীয় স্বর্ণপামজয়ী নারী নির্মাতা। 

প্যারিস ন্যাশনাল স্কুল অব ফাইন আর্টস থেকে পড়াশোনা শেষ করে সিনেমা নির্মাণ শুরু করেন জাস্টিন। তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়ে হাত পাকানো ত্রিয়েত ২০১৩ সালে তৈরি করেন প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘এজ অব প্যানিক’। ২০১৩ সালে কান উৎসবের এসিআইডি প্রোগ্রামে ছবিটির প্রদর্শনী হয়। ত্রিয়েত পরিচালিত চতুর্থ ছবিতেই মিলল স্বর্ণপাম।

পুরস্কার গ্রহণের পর ত্রিয়েত বলেন, ‘তৃতীয় নারী হিসেবে পুরস্কার নেওয়াটা আনন্দের ব্যাপার, পরিবর্তন ভালোর দিকে হচ্ছে।’ ‘অ্যানাটমি অব অ্যা ফল’ স্বামীকে খুনের দায়ে অভিযুক্ত এক লেখিকার গল্প। সিনেমার গল্পে দেখা যায়, স্যান্দ্রা নামে সেই নারী লেখিকা তাঁর স্বামী স্যামুয়েল ও দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে ড্যানিয়েলকে নিয়ে এক নির্জন পাহাড়ি এলাকায় থাকছিলেন এক বছর ধরে।

স্যামুয়েলকে বাড়ির বাইরে মৃত অবস্থায় পাওয়া যায় একদিন। সন্দেহজনক মৃত্যুর জন্য তদন্ত শুরু হয়। সান্দ্রাকে সন্দেহ করা শুরু করেন তদন্তকারীরা। এক বছর পর ড্যানিয়েল তাঁর মায়ের বিচারে অংশ নেন। স্যান্দ্রার একমাত্র ছেলে হয় মামলার সাক্ষী। নৈতিক দ্বিধায় পড়ে যায় সন্তান।

এই খুনের পেছনে লুকিয়ে থাকে আরেকটি সত্য। সব মিলিয়ে পর্দায় মানসিক দ্বন্দ্বটা যেভাবে তুলে ধরেছেন পরিচালক, জুরিদের সেটা ভাবিয়েছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন জান্দ্রা হলা।