- ফিচার
- শ্যামলীর রূপায়ন শেলফোর্ড ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
শ্যামলীর রূপায়ন শেলফোর্ড ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

রাজধানীর শ্যামলীর রূপায়ন শেলফোর্ড ভবনের ৭ম তালায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। এখন পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
আগুন লাগার খবর পাওয়ার ১০ মিনিট পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে জানিয়েছে মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন।
তিনি বলেন, শ্যামলের রূপায়ণ শেলফোর্ড ২০ তলা ভবনের সাত তলায় আগুন লাগে। ওই ভবনে এক থেকে চারতলা পর্যন্ত বিভিন্ন ডায়াগনস্ট সেন্টারে হাসপাতাল রয়েছে। এছাড়া আরো কয়েক তলা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। আর বাকি তলা আবাসিক ভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে।
ওই ভবনের এক থেকে দুই তলা পর্যন্ত অধিকাংশ দোকানই মেডিকেল এক্সেসরিজের। এছাড়া ওপরে ইসলাম ডায়গনিক ল্যাব, ঢাকা ট্রামা অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতাল, নুরজাহান অর্থোপেডিক্স অ্যান্ড জেনারেল হাসপাতাল ও এস বি এফ ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এখন পর্যন্ত বহুতল ভবন থেকে ১৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে।
ওই ভবনের নিচ তলায় নাফিজ সাজিকাল দোকানের মালিক আমজাদ হোসেন সমকালকে বলেন, বেশ সময় ধরে আগুন জ্বলছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই সুযোগ সন্ধানী কিছু লোকজন দোকানপাট লুট করছে বলে অভিযোগ করেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্র কত ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতর কোন খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন