আসছে ১৮ জুন, মানে জুন মাসের তৃতীয় রোববার যে ‘বাবা দিবস’– সে কথা তোমরা ভালো করেই জানো। তাই এখনই বাবাকে নিয়ে ভাবতে বসো। প্রিয় বাবার মজার কাণ্ড, বাবার বলা গল্প কিংবা তোমাকে আদর করে যে নামে ডাকেন বাবা- সেসব গল্প লিখে ফেলতে পারো। সেই সঙ্গে ইচ্ছেমতো বাবার ছবিও আঁকতে পারো। লিখতে পারো ছড়াও। তারপর বাবাকে নিয়ে তোমাদের এই ভাবনা আর আঁকাআঁকি আমাদের কাছে পাঠিয়ে দাও। আমরা ছেপে দেবো যত্ন করে। আমাদের ঠিকানা তো তোমরা জানোই; তবু
আবারও বলছি-

ফড়িং মিয়া, ঘাসফড়িং, সমকাল,

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা)
৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা

বিষয় : ফড়িং মিয়ার চিঠি

মন্তব্য করুন