
যা প্রয়োজন : মাঝারি আকারের একটি প্লাস্টিকের পলিথিন, মাউন্ট বোর্ড, পিরিচ বা প্লেট, সানফ্লাওয়ার কিট রং, তুলি, ৬ বা ৭টি কটন বাড ও একটি রাবার ব্যান্ড।
যেভাবে তৈরি করেছি: এই ক্রাফট বা ছাপচিত্র তৈরিতে একটি পলিব্যাগ নিয়ে পলির যে অংশ আটকানো সেই অংশ আঙুলের সাহায্যে পেঁচিয়ে বেঁধে পলিটি উল্টে নিয়েছি। তারপর পলিটি বাতাস দিয়ে ফুলিয়ে শক্ত করে বেঁধে নিয়েছি। তুলি দিয়ে পিরিচে বিভিন্ন রংয়ের সানফ্লাওয়ার কিট রং নিয়ে রংয়ের প্লেটে পলির ফোলানো অংশ চেপে রং লাগিয়ে নিয়ে সেই রং মাউন্ট বোর্ডে ছাপ দিয়েছি। সেই ছাপগুলো একেকটা ফুলের আকার ধারণ করেছে।
এভাবে বিভিন্ন রংয়ের ছাপ দেওয়ার পর সাতটি কটনবাড নিয়ে একটি রাবার ব্যান্ডের সাহায্যে পেঁচিয়ে নিই। এরপর সেই কটনবাডের মাথায় পছন্দমতো রং লাগিয়ে ফুলের ঠিক মাঝখানে রেণুর মতো করে ছাপ দিয়ে নিয়েছি। সবশেষে তুলির সাহায্যে ডাল ও পাতা দিয়ে দিলাম। ব্যস, হয়ে গেলো আমার রঙিন ছাপচিত্র।
বয়স : ২+২+২+৩ বছর; তৃতীয় শ্রেণি, শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা
মন্তব্য করুন