- ফিচার
- ঢামেকে আটক, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সাবেক ছাত্রলীগ নেতা
ঢামেকে আটক, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজার রহমান মুনসহ দুইজনকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে এদের মধ্যে একজনকে পুলিশে সোপর্দ এবং মাহফুজার রহমান ও আরেকজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার বিকেলে তাদের মেডিসিন ওয়ার্ড থেকে আটক করা হয়। তারা মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের কর্মী বলে জানা গেছে। আটক বাকি দু্ইজন হলেন- সবুজ ভূঁইয়া ও বিপুল নাহিদ।
এ তথ্য নিশ্চিত করে ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান সমকালকে বলেন, শিক্ষার্থীকে আটক করা হয়েছে বিষয়টি জেনে আমাদের একজন সহকারী প্রক্টর গিয়ে যাচাই করেছেন। মাহফুজার রহমান আমাদের শিক্ষার্থী। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের তিন দালালকে আমরা আটক করেছি। তারা দালাল হয়েও আমাদের স্টাফদের সঙ্গে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতিতে পৌঁছায়। পরে আনসার ও পুলিশ তাদের তিনজনকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে আসে। এদের মধ্যে মাহফুজুর রহমান মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ছাত্র হওয়ায় ঢাবি প্রক্টরের কাছে মুচলেকা নিয়ে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। নাহিদ নামে আরও একজন শিক্ষার্থী হওয়ায় তাকেও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সবুজ ভূঁইয়াকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএডি/
মন্তব্য করুন