- ফিচার
- মাদারগঞ্জে ১২ বছর আত্মগোপনে থাকা জেএমবি সদস্য গ্রেপ্তার
মাদারগঞ্জে ১২ বছর আত্মগোপনে থাকা জেএমবি সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার হাজী মো. সোলায়মান ওরফে মুন্সি ইউনুছ আলী
জামালপুরের মাদারগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের গোস্বাবর গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম হাজী মো. সোলায়মান ওরফে মুন্সি ইউনুছ আলী। তিনি মাদারগঞ্জ উপজেলার গোদা শিমুলিয়া এলাকার প্রয়াত শরীফ মণ্ডল ওরফে রফিকুল ইসলামের ছেলে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক জানান, হাজী সোলায়মানের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় মামলা রয়েছে। প্রায় ১২ বছর ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার সমকালকে বলেন, ২০১১ সালে ময়মনসিংহের মুক্তাগাছার ছালরা এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তার সহযোগী সমর আলীসহ হাজী মো. সোলায়মানকে গ্রেপ্তার করে র্যাব। পরে কৌশলে সেখান থেকে তিনি পালিয়ে যান। এরপর থেকে সোলায়মান আত্মগোপনে ছিলেন।
সহকারী পুলিশ সুপার বলেন, কুমিল্লা, সিলেট, নরসিংদী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে মৎস্য খামারের ব্যবসা করছিলেন হাজী সোলায়মান। তিনি বলেন, বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন