আমার ভেতর থেকে কাউকে সরিয়ে দেয়া হয়েছে
যেমন অন্ধকারের মৃতদেহ থেকে আত্মা
কালপর্ব এক আত্মঘাতী ব্যাধিঘোর
যাকে ধরে রাখতে গেলে অদৃষ্টের ছুরি এসে বেঁধে
বলিরেখা জন্মতই আবিশ্ব লাঙল চালিয়েছে
এক নির্বিবাদী ঈশ্বর খেরোখাতায় লিখেছিল যপনাম
মাটির পুতুল নিয়ে খেলছ বলেই
দেহ থেকে আত্মা খুলে চিরায়ত নোঙর রচনা করো
আমার ভেতর থেকে সরিয়ে নিয়েছ নামমাত্র আমি
অথচ সে মেঘাবৃত দুর্বিনীত যোদ্ধা
ট্যাবু ও টোটেম ভেঙে মিশে গেছে অলক্ষ্য রেখায়
কাকে তুমি ডাকছ বিরহ নাম?
শতাব্দী পুরোনো এক রহস্য তিলক তার উজ্জ্বল মূর্ছনায়
ওবায়েদ আকাশ
প্রকাশ: ০৯ জুন ২৩ । ০০:০০ । প্রিন্ট সংস্করণ
মন্তব্য করুন