- ফিচার
- ছড়া–কবিতা
ছড়া–কবিতা

টক ঝাল আর সুইটি বাঘের ছড়া দুইটি ছড়াকারের নাম আমীরুল ইসলাম
বাঘ এসে গর্জায়
বাঘ এলো আমাদের বাড়িতে
বাসি ভাত ছিলো এক হাঁড়িতে।
কিচেনের দরজায়
বাঘ এসে গর্জায়।
হালুম হুলুম করে রাত-দিন।
ক্ষুধার্ত বাঘ আমি ভাত দিন।
বাঘ মামা বাঘ মামা
করিও না রাগ মামা
বাঘ বলে আমি এক ইরানি
খেতে দাও চার প্লেট বিরানি।
সাথে দাও কালিয়া
ফের হাত তালিয়া
ডাইনিংয়ে বসে বসে খাইব
খেতে খেতে খুব মজা পাইব।
বাঘ এলো আমাদের বাড়িতে
সবাই খাই একসারিতে।
বেড়াল পোষা মানা
মা বললেন, না, না
ঘরের ভেতর বেড়াল পোষা মানা।
বাবা বললেন না, না
কী বললি? আনবি কুকুর ছানা?
আমি বললাম, হালুম
কুকুর, বেড়াল বন্ধ যান
ভালোই তবে পালুম।
বিষয় : ছড়া–কবিতা
মন্তব্য করুন