ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

গপ্পো

সাহসী জায়ান

সাহসী জায়ান

জায়ান শামস ইসলাম

প্রকাশ: ১০ আগu ২০২৩ | ১৮:০০

জায়ান তার স্কুলকে খুব ভালোবাসে। কারণ তার স্কুলে আছে বড় একটা খেলার মাঠ। একদিন ছুটির পর সে অন্যদিনের মতো মাঠে ঘোরাফেরা করতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো চকচকে একটা জিনিস। সে খুব খুশি হয়ে চকচকে জিনিসটার কাছে গিয়ে দেখলো– সেখানে আছে অনেক বোতাম। এর একটাতে লেখা ১৯৭১। সে ওই বোতামটাতে চাপ দিলো। এরপর অবাক হয়ে দেখলো, এখন সে আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। ঠিক স্কুলের বড় ভাইয়াদের মতো। সে পৌঁছে গেছে ১৯৭১ সালের ৭ মার্চে। সেখানে সে বঙ্গবন্ধুর ভাষণ শুনলো। তারপর সে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধে যোগ দিলো। একসময় দেশ স্বাধীন হলো। সবাই খুব খুশি। যুদ্ধক্ষেত্র থেকে নিজ নিজ বাড়িতে সবাই ফিরে এলো। কিন্তু জায়ান ফিরলো না...

সে অপেক্ষা করলো। বঙ্গবন্ধু দেশে ফিরলে সে বঙ্গবন্ধুর গার্ড হয়ে তাঁকে পাহারা দিতো। থাকতো বঙ্গবন্ধুর বাড়িতে। একদিন এলো সেই কালরাত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট। জায়ান তার সহযোগীদের নিয়ে প্রস্তুতি নিতে থাকলো। সে বঙ্গবন্ধুকে অনুরোধ করলো, তিনি যেন তাঁর শোবার ঘর থেকে বাইরে না যান। রাতে এলো দুষ্টু লোকগুলো। জায়ান সবার সঙ্গে যুদ্ধ করে বঙ্গবন্ধুসহ সবাইকে বাঁচিয়ে ফেললো। এরপর জায়ান ২০২৩-এর বোতামে চাপ দিলো। ফিরে এলো আবার তার প্রিয় স্কুলের মাঠে। ২০২৩ সালে। সে আগের মতো ছোট ছেলে হয়ে গেলো। তার মা তাকে ডাকছেন। বলছেন, বাসায় ফিরবে না? কখন থেকে তোমাকে খুঁজছি! ছুটি হয়েছে সেই কখন, বাইরে আসোনি কেন? আজকে আমরা ধানমন্ডি ৩২ নম্বর যাবো। বাবা অপেক্ষা করছে, চলো তাড়াতাড়ি!

প্রথম শ্রেণি; আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

আরও পড়ুন