ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

ছড়া কবিতা

হাওয়াই মিঠাই

হাওয়াই মিঠাই

প্রজীৎ ঘোষ

প্রকাশ: ১৭ আগu ২০২৩ | ১৮:০০

মিঠাই দাদু মিঠাই দাদু

 একটু ফিরে চাও কত্ত রঙের হাওয়াই মিঠাই একটা আমায় দাও। আমার মতো তোমার ঘরেও নেইকো বুঝি চাল তোমারও কি অসুস্থ মা ধুঁকছে বহুকাল? তাই যদি হয় মিঠাই দাদু নাও না ফুলের মালা এটা বেচেই মিটিয়ে নিয়ো তোমার খিদের জ্বালা। হাওয়াই মিঠাই হাতে নিয়ে মায়ের কাছে গেলে মায়ের মুখে একটু খানি সুখের হাসি মেলে।

আরও পড়ুন