খুব সহজ কিছু! কোথায় হারায়...

কালের খেয়া
প্রকাশ: ৩১ আগu ২০২৩ | ১৮:০০
শৈশবে খেলার পুতুল বা প্রিয় ফুটবলের জন্য যে অন্তর টান, সময়ের স্রোতে তা কেবল মায়ায় পরিণত হয়। আবার, পরিণত বয়সে বেঁচে থাকার অন্তহীন ছোটাছুটির মধ্যে একখণ্ড সবুজ মাঠে একান্তে বসে নিঃশ্বাস নেওয়ার মতো অবসর খুঁজে ফেরার যে বাসনা, তা-ও ইট কাঠের হিসেবে কখন হারিয়ে যায়! সময়ের সঙ্গে সঙ্গে মানুষের বয়স বাড়ে, বেড়ে যায় জীবন ও জীবিকার কোলাহল, আর মাঝখান থেকে হারিয়ে যায় সহজভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা ও বাস্তবতা। ইচ্ছে-খুশির আনন্দময়তা ছড়িয়ে থাকে সহজ সবকিছুর মধ্যে। পরিণত বয়সেও মানুষ কখনও ভাবে, তার হারিয়ে যাওয়া সহজ যা-কিছু; সেসব বিষয়ে। এই অন্বেষণ নাগরিক জটিলতা থেকে নিজের অজান্তে মানুষকে নিজের সত্তায় ফিরিয়ে আনে।
জন্মদিন
আবদুল মান্নান সৈয়দ
সামগ্র্যের অনুভবলোকে
আহমাদ মাযহার:: ৪–৬
প্রচ্ছদ
যত সহজ সুন্দর
রফিকুন নবী:: ৮–১১
জানাজানি কানাকানি
মোস্তাক আহমাদ দীন:: ১২–১৪
বড় হওয়ার মতো নির্মমতা
রুমা মোদক:: ১৫–১৭
গল্প
জলপ্লাবনে শেষকৃত্য
মইনুল ইসলাম:: ১৮–২০
বইয়ের ভুবন :: ২১
পদাবলি :: ২২–২৩
শিহাব সরকার
আরিফ মঈনুদ্দীন
নাসরীন জাহান
জারিফ আলম
নুসরাত নুসিন
সাকিব জামাল
জন্মদিন
জ্যোতির জন্মদিনে
পূরবী বসু:: ২৪–২৫
ভ্রমণ
নিভু হেমন্তে, আইসল্যান্ডে
অহ নওরোজ:: ২৬–২৮
- বিষয় :
- কালের খেয়া