ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

ভালোবাসা

যে দিকে দু-চোখ যায়

যে দিকে দু-চোখ যায়

দীপ মুখোপাধ্যায়, প্রতিকৃতি এঁকেছেন : তরুণকান্তি বারিক

দীপ মুখোপাধ্যায়

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

ছবির এই ভাবুকটার নাম দীপ মুখোপাধ্যায়। থাকতেন কলকাতায়। তোমাদের জন্য লিখেছেন কতো! প্রিয় এই ভাবুক আকাশের দেশে চলে গেলেন ১০ সেপ্টেম্বর ২০২৩। না ফেরার দেশে চলে যাওয়া এই ভাবুকটার প্রতি রইলো পৃথিবীর সব ফড়িংয়ের পক্ষ থেকে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা। চলো, ঘাসফড়িংয়ের জন্য পাঠানো প্রিয় এই লেখকের অপ্রকাশিত একটি লেখা পড়ি...

একদিন চলে যাবো রাস্তাটা ছাড়িয়ে
গাছপালা ফুল পাখি
শুধুই দেখতে থাকি
ঘাসপাতা ধানচারা ডাকে হাত নাড়িয়ে।

চলেছি যে একলাটি কারুক্কে না নিয়ে
যেদিকে দু’চোখ যায়
সেই খা খা রাস্তায়
মনটাও ভারী খুশি আনন্দ তা নিয়ে।

সামনেই কুঁড়েঘর গরু বাঁধা দড়িতে
খোড়োচালে নেচে নেচে
লাউডগা লতিয়েছে
সময় থমকে আছে যেন হাতঘড়িতে।

ডুব দেবো পুকুরের টলমলে জলেতে
এই নেই এই আছে
আমাদের কাছে কাছে
আবারো লুকিয়ে যাই ঝোপে জঙ্গলেতে।

খেয়াল রেখেছি তাই আজ মন মাতাতে
ছবিগুলো এঁকেনি
ফের সব দেখে নি
যারা সব জেগে আছে কবিতার খাতাতে।

আরও পড়ুন