সারাবিশ্বে কোটি কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ভক্ত লাখো অ্যাপ ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরকে নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বাস করেন। বিশেষজ্ঞরাও নানা ধরনের ঝামেলা এড়াতে গুগল নিয়ন্ত্রিত অ্যাপ স্টোর ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। প্রযুক্তি জায়ান্ট সংস্থাটি তার প্ল্যাটফর্মকে সব সময় সুরক্ষিত ও স্বচ্ছ রাখায় সচেষ্টা থাকে।

কিন্তু নিরাপত্তার চাদরাবৃত্ত থেকেও কখনও কখনও বিপজ্জনক ম্যালওয়্যার যুক্ত বা ভুয়া অ্যাপ প্লে স্টোরের সিকিউরিটি সিস্টেমকে তুচ্ছ করে সেখানে অনুপ্রবেশ করে। প্লে স্টোরে ম্যালওয়্যারের প্রবেশ মাঝেমধ্যেই বিচলিত করে। সাইবার সিকিউরিটি গবেষকরা কিছুদিন আগে গুগল প্লে স্টোরের জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও সিগন্যাল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। খুঁজে পেয়েছেন স্পাইওয়্যার-সংক্রমিত সংস্করণ। উল্লিখিত দুটি অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইস ও তার গ্রাহকের ওপর গুপ্তচরবৃত্তি করা যাবে বলে আশঙ্কা সুস্পষ্ট ইঙ্গিত করছে।

সিগন্যাল-টেলিগ্রাম অ্যাপ


সারাবিশ্বের কোটি কোটি টেলিগ্রাম ও সিগন্যাল অ্যাপ নিবন্ধনকারী এখন শঙ্কায় পড়েছেন। আরেক জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়েও বহু জালিয়াতির খবর প্রায়ই শোনা যায়। জনপ্রিয় সাইবার সিকিউরিটি কোম্পানি ক্যাসপারস্কি প্রকাশিত রিপোর্ট বলছে, জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও সিগন্যাল নাম ব্যবহার করে বেশ কিছু ভুয়া অ্যাপ্লিকেশন কোটি কোটি স্মার্টফোন গ্রাহকের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিপজ্জনক সব স্পাইওয়্যার ছড়াচ্ছে লোভাতুর বার্তা। ফলে না বুঝেই আক্রমণকারীদের ফাঁদে পড়ছেন অ্যাপ নিবন্ধিতরা।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি সব অ্যাপ মাধ্যমে নিয়ন্ত্রিত সার্ভারে গ্রাহকের ব্যক্তিগত তথ্য, যেমন– আইডি, কন্ট্যাক্ট, ফোন নম্বর থেকে শুরু করে ব্যক্তিগত চ্যাট সবই হাতিয়ে নেওয়া হচ্ছে। চলছে হরদম প্রতারণা। অনিরাপদ হয়ে পড়ছে অ্যাপ। ফলে শঙ্কায় ভুগছেন অ্যাপ গ্রাহকরা।

নিরাপত্তা নিশ্চিতে

কিছুদিন আগেও সিগন্যাল ও টেলিগ্রাম অ্যাপের ভুয়া সংস্করণের বিষয়ে স্মার্টফোন গ্রাহকদের সতর্ক করা হয়েছিল। চলতি বছরের শুরু থেকে ঘটনার গভীরতা জানামাত্রই গুগল আলোচিত দুটি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে, আপডেট দিয়েছে। যদিও অ্যাপ দুটি রিমুভ করার আগেই লাখো গ্রাহক নিবন্ধন করে তা ডাউনলোড করেছেন। তাই সতর্ক থাকুন! ঝুঁকিপূর্ণ কোনো অ্যাপ ডাউনলোড করেছেন কিনা, তা ভালোভাবে চেক করে দেখবেন। আর যদি অজানা এমন কোনো অ্যাপ ফোনে থেকে থাকে, তাহলে দ্রুত তা আনইনস্টল করে ফেলবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে, প্লে স্টোর থেকে সন্দেহজনক কোনো অ্যাপ ডাউনলোড করছেন কিনা। যদি এমন কিছুর অস্তিত্ব খুঁজে পান, তাহলে সে বিষয়ে সরাসরি রিপোর্ট করতে পারেন।

বাড়তি সতর্কে টেলিগ্রাম বহুল আলোচিত টেলিগ্রাম অ্যাপকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে বলে সাইবার বিশেষজ্ঞরা জানালেন। গবেষকরা ভুয়া বা স্পাইওয়্যার অ্যাপের কার্যকলাপের নাম দিয়েছেন ‘এভিল টেলিগ্রাম’। বিপজ্জনক অ্যাপ হওয়ার পরও গুগল প্লে স্টোরে কীভাবে তালিকাভুক্ত হয়েছে, তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন, ঝুঁকিপূর্ণ সব অ্যাপ উইঘুর বা বিশেষ শ্রেণির আদলে গুগল প্লে স্টোরের অংশ হয়েছিল, যা চীনের সঙ্গে সংযুক্ত। আসলে অ্যাপগুলো এতটাই মুগ্ধতা ছড়ায়, তাদের অবিশ্বাস করার সুযোগ থাকে না। প্রকৃত সব অ্যাপ্লিকেশনের তুলনায় আরও বেশি ফিচার দেওয়ার প্রত্যাশা থাকে। সতর্কতা ভুলে নিত্যনতুন অ্যাপের ওপর নির্ভরশীল না হওয়ায় পরামর্শ অমান্য যারা করেছেন, তারাই আসলে ক্ষতির সম্মুখীন হয়ে ভুক্তভোগী হয়েছেন। না বুঝে হুটহাট ডাউনলোড না করাই শ্রেয়।