-samakal-650974bfe7667.jpg)
মাঝেমধ্যে একটু উদাস বলে ক্ষতি নেই তো
নাহয় একটু মন খারাপই হলো, দোষ কী তাতে?
তোমাকে এক্ষুনি বলতে হবে কথাটা, নাহয়–
লোকের ভিড়ে একটু আড়াল করে দেরিতেই বললাম
খুব কি দোষের কিছু হবে, বলো তো?
কত শত কথার বানে নুইয়ে নুইয়ে এ সমাজের
সদ্যফোটা ফুলগুলো সন্ধের আগেই ঝরে যায়
সেখানে তো আমি মানুষ, অসীম সহ্যক্ষমতার ভান্ডার
কিছুটা হলেও জানি হজম করবার হাসিটা
তোমাকে কত কথা বলি হাসিঠাট্টার ছলে
উড়িয়ে দিও না সব, ছুঁয়ে দেখলে দেখতে পাবে
কতটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে বুকের ভেতর জমানো আশাটুকু
শেষ হতে হতে নিঃশেষ হবার পর্যায় প্রায় যদি পারো
হালটুকু ধরো, আরও নাহয় শক্ত হাতে একবার
শিউলি গোলাপ নাইবা ফুটল, ঘাসটুকু তো রইল
তাতেই নাহয় নতুন করে শিশির ফোঁটা জমল
ফোঁটায় ফোঁটায় ভালোবাসা
আর একবার নাহয় জেগে উঠল।
মন্তব্য করুন