পেঁজা তুলো মেঘের সারি
আকাশজুড়ে ভাসে
শিউলি ফুলের সুবাস নিয়ে
শরৎ রানী আসে।
ঘাসের ডগায় ভোরের শিশির
খিলখিলিয়ে হাসে
নদীর কিনার ভরা থাকে
সাদা সাদা কাশে।
বিলের ধারে শাপলা-শালুক
ফোটে রাশি রাশি
তালের পিঠা খায় যে সবাই
মুখে নিয়ে হাসি

বিষয় : কবিতা

মন্তব্য করুন