হে নারী, তুমি দুর্বার!
হার না মানা তেজস্বিতা তোমার।
হে জননী, সে কী মায়া তোমার!
আঁচল বিছিয়ে করেছো উদ্ধার।
হে কন্যা, কী উত্তাল হাসি তোমার!
মনোহর রূপে তুমি নির্বিকার।
হে ধরিত্রী, কী অদম্য অস্তিত্ব তোমার!
স্নেহ-মমতায় প্রমাণ দিলে মহিমার।

বিষয় : কবিতা

মন্তব্য করুন