
কুড়িগ্রাম শিশু একাডেমিতে সুহৃদের বৃক্ষ রোপণ
জুলাই ও আগস্টজুড়ে সুহৃদ সমাবেশের আয়োজনে চলে বৃক্ষরোপণ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় সমকাল সুহৃদ সমাবেশ, কুড়িগ্রামের আয়োজনে শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
শহরের পাবলিক লাইব্রেরি মাঠে সম্প্রতি শিশুদের মধ্যে ৫০টি চারাগাছ বিতরণ করেন নবগঠিত কমিটির সদস্যরা। চারাগাছ হিসেবে অর্জুন, হরীতকী, বহেরা, আমলকী, মেহগনি, নিম, জলপাই, পেয়ারা ইত্যাদি রাখা হয়। ‘গাছ লাগাই, গাছ বাঁচাই’– এ প্রতিপাদ্যে সমকাল সুহৃদ সমাবেশ কেন্দ্রীয় বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে শিশুদের মধ্যে এ গাছের চারা রোপণ ও বিতরণের আয়োজন করেন কুড়িগ্রামের সুহৃদরা।
এ সময় উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের জেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শাহবুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক রিফাত সরকার, কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের সহকারী শিক্ষক সাধনা সরকার, সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, লাইব্রেরিয়ান নয়ন সরখেল প্রমুখ।
এর আগে কুড়িগ্রাম বাংলাদেশ শিশু একাডেমিতে গাছ রোপণ করেন সুহৃদরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– সমকাল সুহৃদ সমাবেশের জেলা কমিটির সদস্য মার্জিয়া মেধা, কেএম নাজমুস সাকিব শাহি, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) শিশু সাংবাদিক নুশিন তানভির মোরশেদ, আবিদা সুলতানা দৃষ্টি, জান্নাতুল যূথী প্রমুখ। গাছ লাগানো ও বিতরণের পাশাপাশি সবাইকে গাছ রক্ষণাবেক্ষণ, পরিচর্যা বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও নিয়মিত গাছ লাগাতে উৎসাহ দেওয়া হয়।
আয়োজন শেষে সুহৃদদের নিয়ে এক সংক্ষিপ্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সুহৃদদের পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, কুড়িগ্রাম
মন্তব্য করুন