সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী উপজেলা কমিটির আয়োজনে সাংগঠনিক সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশের সিনিয়র সহসভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল।

সভায় ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি ও সুহৃদদের প্রীতি ফুটবল প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়। ঈশ্বরদীর সিনিয়র সাংবাদিক ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণের জন্মদিনে তাঁকে আনুষ্ঠানিকভাবে ফুল ও মিষ্টিমুখ করিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান সুহৃদরা।

ঈশ্বরদী সুহৃদের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় বক্তব্য দেন– ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পাকশী রেলওয়ে কলেজের উপাধ্যক্ষ সাইয়েদ কামরুল হাসান শিমুল, প্রভাষক তারিকুজ্জামান পলাশ, ব্যবসায়ী আব্দুস সামাদ, তানজিরুল আলম মিটো, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সুহৃদ সমাবেশের সহসভাপতি টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান আল-আমিন, সুহৃদ হাসান চৌধুরী, আনোয়ার হোসেন রিপন, সজীব হোসেন, দুর্জয় হোসেন লিমন, রাকিবুল ইসলাম রূপম, আশরাফ হোসেন, রূপক হোসেন, সানি হোসেন পলাশ, জায়েদ আল-সামি প্রমুখ।

সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী