ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

ফ্যাশন সচেতন ছেলেদের চাহিদা পূরণ হয় যেখানে

ফ্যাশন সচেতন ছেলেদের চাহিদা পূরণ হয় যেখানে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৫৫

ফ্যাশন বোদ্ধাদের মতে, রুচিশীল ও আধুনিক মানুষ সম্পর্কে ধারণা করা যায় তার পোশাক দেখে। তাইতো নিজেদের আরও আধুনিক দেখাতে কালের পরিক্রমায় মানুষের পোশাকে এসেছে অমূল পরিবর্তন। আর এই পরিবর্তনকে সাক্ষী রেখে বর্তমান সময়ে ফ্যাশন সচেতন ছেলেদের চাহিদা পূরণ করছে ‘মেন্স ওয়ার্ল্ড’।

দেশের অন্যতম জনপ্রিয় এই ব্র্যান্ডটির যাত্রা শুরু ২০০৭ সালে। এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুল হান্নান। তিনি জানান, প্রতিষ্ঠানটির শুরুর সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি, বাজারের প্রতিযোগিতা, এবং স্বল্পমূল্যে গুণগত মান ঠিক রেখে একটি ব্র্যান্ড দাঁড় করানো মোটেই সহজ কাজ ছিল না। ব্র্যান্ডটির মুখোমুখি অবস্থানে ছিল অনেক বাধা বিপত্তি। তবে সকল বাধা অতিক্রম করে ব্র্যান্ডটি ২০১০ সাল থেকেই ঊর্ধ্বমুখী সূচকে অবস্থান করছে।

বর্তমানে ‘মেন্স ওয়ার্ল্ড’ এর ৪১টি শোরুম রয়েছে এবং সারাদেশে আরো বেশকিছু শোরুম উদ্বোধনের কাজ চলমান। ঢাকার বাইরে সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, নওগাঁ, রংপুর, সৈয়দপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া এবং যশোরে তাদের শোরুম রয়েছে।

এ ছাড়া ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে ‘মেন্স ওয়ার্ল্ড’ গ্রাহকদের সুবিধার জন্য ২০১৭ সাল থেকে তাদের অনলাইন যাত্রা শুরু করেছে। তাদের নিজস্ব পোর্টালের মাধ্যমে ক্রেতারা পণ্য দেখতে, যাচাই করতে, এবং অর্ডার করতে পারেন। এ ছাড়াও আছে প্রাইভেট মেম্বারশিপের সুবিধা।

মেন্স ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুল হান্নান বলেন, আমরা নিজেদের পণ্যের পাশাপাশি ভারত এবং চীন থেকেও পণ্য আমদানি করি। ফলে গ্রাহকরা একই ব্র্যান্ড থেকে বিভিন্ন দেশের পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান এবং অনেক পণ্যের মধ্যে থেকে নিজেদের পছন্দমতো পোশাক নিতে পারেন।

ব্যবসায় ভীত না হয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এই সফল ব্যবসায়ী বলেন, ‘আজকের দুনিয়ায় আপনি যদি যোগ্য এবং উৎসাহী হয়ে থাকেন, তবে আপনি নিজের জন্য একটি স্থান তৈরি করতে পারবেন।’ সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন