ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

পদাবলি

গতকাল না আজ

গতকাল না আজ

জেলে মোহাম্মদ টিটুর আগের ছবি

খালেদ চৌধুরী

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

সকাল থেকে ইন্টারনেটে ঢুকতে পারছি না

মনে করেছিলাম– সমস্যাটা ব্যক্তিগত না। সন্ধ্যা থেকে সাবমেরিন কেবল অচল রাত ১২টার পর থেকে বিদ্যুৎও নেই। কী এক অমাবস্যা! সূর্যটা কি নিভে গেল ব্যাটারিগুলো চার্জহীন সব তেল ফুরিয়েছে রাত দীর্ঘ হলে যা হয় শরীর থেকে হৃদয়ও বিচ্ছিন্ন, মস্তকও রক্ত দানা সরে সরে যায়। কে যেন বলেছিল, ‘এই দিনের কথা প্রতিশ্রুত ছিল।’ আশার বাণী শোনাতে ডাকো কবিদের। তাদেরকে তোমরা বিদ্রুপ করে মেরে ফেলেছ। চলচ্ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে তোমরা শব্দপাঠ ভুলেছ ছুটছ তো ছুটছই সকল পুস্তক ধ্বংস করেছ আর কিছু নেই।

আরও পড়ুন