ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

পদাবলি

বিস্মৃত

বিস্মৃত

নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমহেন। ছবি: ফাইল

রাশিদা তিথি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

এখন আড়াল থাকে না 

কাচের দেয়াল, ওপারে ভবিষ্যহীন আধুনিক শহর সারি, শাল, সেগুন সরে দাঁড়াতে দাঁড়াতে  বিস্মৃত; পাটখেত, আইল, ধানখেত, কুটির, স্মৃতির বিন্দু, গল্প বলে মরা কালিগঙ্গা নদী; বেজে ওঠে না ছায়াময় বেহাগ মাটির তলদেশে মিশে গেছে সিঁড়ি ছিন্ন বন্ধনে, প্রতীকী চুম্বনে, অসহায় বাঁচা উজ্জ্বল হলুদ থেকে ধূসর তারপর, কালচে সবুজ আঁধারের খেলা।

আরও পড়ুন