ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

পদাবলি

পরিসংখ্যান

পরিসংখ্যান

জাতীয় ইনস্টিটিউটের পরিচালক মীর জামাল উদ্দিনের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ফোকাস বাংলা

রেজাউদ্দিন স্টালিন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

নিঃসঙ্গ বৃক্ষের সংখ্যা কত কেউ জানে

নদীর ঢেউ কত লক্ষ নীড়ে ফেরেনি ক’ হাজার পাখি নিঃসঙ্গ নারীর সংখ্যা কত স্বামীহারা বিবাহবিরহী আমৃত্যু কুমারী তাদের পরিসংখ্যানের খাতা কার কাছে থাকে পাহাড়ের একাকিত্ব পাথর কি বোঝে নিঃসঙ্গ মরুভূর কান্নায় বাতাসের বুক ভেঙে পড়ে দশ কোটি বৃক্ষ যদি একা পাঁচশ কোটি ঢেউ দশ লক্ষ পাখি এক হাজার পাহাড় শত মরুভূমি আর একশ কোটি নারী নিঃসঙ্গ জেনো কোথাও কোনো সঙ্গী সাথি নেই শতাব্দীর সমান একাকিত্ব শুয়ে আছে শঙ্কার ওপর

আরও পড়ুন