কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
আলো ছড়াচ্ছে স্টুডিও হসন্ত

চারুশিল্পকে আর্ট মুভমেন্ট হিসেবে ছড়িয়ে দিতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে হসন্ত
শাহ বিলিয়া জুলফিকার
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
বর্তমান সময়ে যেসব বিষয়ের চাহিদা ও জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, সেগুলোর মধ্যে অন্যতম চারুকলা। কেননা দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, নৈতিক, মানবিক ও নান্দনিক বিকাশ ঘটানো এবং তাদের দেশাত্মবোধ, বিজ্ঞানসম্মত সৃজনশীলতা ও উন্নত জীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করাই চারুকলার কাজ। তাই চারুকলার প্রয়োজনীয়তা মানুষ প্রতিনিয়ত অনুভব করছে।
আর সে অনুভব থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের দুই শিক্ষার্থী জি এম মেহেদী হাসান ও মাহিমা তানজুম প্রতিষ্ঠা করেন ‘স্টুডিও হসন্ত’ নামে একটি চারুশিল্পী সংগঠন। চারুশিল্পীদের নিয়ে সংঘবদ্ধভাবে শিল্পচর্চা এবং পরবর্তী প্রজন্মের কাছে এটিকে আর্ট মুভমেন্ট হিসেবে প্রতিষ্ঠা করাই সংগঠনটির মূল লক্ষ্য। ২০২২ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রথম বর্ষে পড়া অবস্থাতেই তাদের এমন একটি সংগঠন প্রতিষ্ঠা করার পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই মিলে কাজ শুরু করেন। তাদের শৈল্পিক উদ্যোগটিতে পরে অনেকেই যোগ দেন। বর্তমানে এর সদস্য সংখ্যা ১২। কিউরেটর হিসেবে আছেন নিখিল চন্দ্র সরকার। প্রতিষ্ঠালগ্ন থেকেই স্টুডিও হসন্ত আলো ছড়াচ্ছে। প্রতিদিন ২-৩ ঘণ্টা ফিগার আর্ট প্র্যাকটিস করেন শিল্পীরা। উদ্দেশ্য, প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে এখান থেকে যেন বড় মাপের আর্টিস্ট বের হয় এবং তারা আলো ছড়াবে। তা ছাড়া তারা নিয়মিত আর্ট থিওরি ক্লাস, ড্রয়িং পেইন্টিং ও ডিজিটাল আর্ট ওয়ার্কশপ করছেন। কর্মসূচির অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং তাদের শিল্পপ্রতিভা কুড়িয়ে এনে ফুটিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সংগঠনটি। কেননা অনেক সময় দেখা যায়, অনেক ছোট ছোট বাচ্চাও ছবি আঁকতে পারে এবং আরও ভালো আঁকতে আগ্রহী। এসব খুদে শিল্পীকে এ কাজে উদ্বুদ্ধ করা এবং ছবি আঁকা শেখানোসহ নানাভাবে সহায়তা করছে সংগঠনটি। প্রতিষ্ঠারসময় খুব বেশি না হলেও দ্রুতই এগিয়ে চলেছে স্টুডিও হসন্ত। তাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে স্টুডিও হসন্তের স্বত্বাধিকারী মেহেদি বলেন, ‘মানুষের চারুকলা নিয়ে নেগেটিভ ধারণা রয়েছে। সেই নেগেটিভ ধারণা দূর করে বিভিন্ন জায়গা থেকে প্রতিভা কুড়িয়ে দেশ ও দশের সেবায় নিয়োজিত থেকে চারুশিল্পকে আর্ট মুভমেন্টে রূপ দিতে চাই।’