ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

ফ্যাশন

পোলো টি-শার্টে স্বস্তি

পোলো টি-শার্টে স্বস্তি

তাসনিম প্রভা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

যে কোনো ঋতুতেই ছেলেদের পছন্দের পোশাকের শীর্ষে রয়েছে টি-শার্ট কিংবা পলো শার্ট। আরামের কথা বিবেচনায় পলো শার্ট কিংবা টি-শার্টের তুলনা নেই। বিশেষ করে ক্যাজুয়াল পোশাক হিসেবে টি-শার্ট বেশি জনপ্রিয়। অন্যদিকে পলো শার্ট শুধু ক্যাজুয়াল নয়, অনেকে অফিস কিংবা পার্টিতেও পলো শার্ট পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ কারণেই দেশের প্রায় জনপ্রিয় সব ব্র্যান্ডই তাদের সম্ভারে নিয়মিতই যোগ করছেন নতুন নতুন রং ও ডিজাইনের পলো শার্ট। সাদা, কালো, নেভি ব্লু কিংবা হালকা রঙের পলো শার্ট থাকছে সবার পছন্দের তালিকায়।

টি-শার্ট বলতে অনেকে বোঝেন শুধু রাউন্ড নেক আর পলো। বর্তমান সময়ে টি-শার্টেও এসেছে নানা পরিবর্তন। প্যাটার্ন ও কাটিংয়ে এসেছে ভিন্নতা। দেশি ব্র্যান্ডগুলো যেমন এক্সট্যাসি, আড়ং, ইয়েলো, রিচম্যান, প্লাস পয়েন্ট, ইজি কিংবা টুয়েলভসহ প্রায় সব ব্র্যান্ডই পলো শার্ট নিয়ে কাজ করে। টি-শার্টের কথা বললে নিত্যউপহার, বিশ্বরঙ, ঐতিহ্য, ব্যাঙ, আর্টসহ বেশ কিছু ফ্যাশন হাউস রয়েছে তরুণদের পছন্দের তালিকায়। বৈচিত্র্যময় ডিজাইন এবং বর্ণিল টি-শার্ট আপনার রুচির পরিচয়ও বহন করে। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, রেগুলার ওয়্যার, ফ্যাশন ওয়ার কিংবা আরামদায়ক পোশাক হিসেবে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে যাওয়া টি-শার্ট সব বয়সীর জন্য বেস্ট চয়েস। তবে নিজের রুচিবোধ, বয়স বিবেচনা করে ডিজাইন, রং ও ম্যাটেরিয়ালের দিকে নজর রাখা প্রয়োজন। ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে প্রতিনিয়ত ডিজাইন পরিবর্তন করে ফ্যাশন হাউসগুলো। এ প্রসঙ্গে ফ্যাশন হাউস ‘আর্ট’-এর ডিজাইনার হোসাইন ইমন জানান, আসলে হাল ফ্যাশনে টি-শার্টের জনপ্রিয়তা এতটাই যে, প্রতিনিয়ত তাদের নতুনত্বের বিষয়টি খেয়াল রাখতে হয়। তিনি আরও জানান, টি-শার্টের ক্ষেত্রে গোল গলার জনপ্রিয়তা সবসময়ই। তবে বর্তমানে শোল্ডার ড্রপ ট্রিপটাও বেশ পছন্দ করছেন অনেকে। কাট অ্যান্ড সুইং ডিজাইনের টি-শার্টও বেশ ভালো চলে। টি-শার্টের ক্ষেত্রে প্রিন্টেড, সলিড, ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপগুলো ভালো চলছে। অন্যদিকে পলো শার্টের ক্ষেত্রে সলিড কালারই বেশির ভাগের পছন্দের। হোসাইন ইমন জানান, সব ঋতু মাথায় রেখে টি-শার্ট ও পলো শার্টের কাপড় নির্বাচন করা হয়। যেহেতু গরমপ্রধান দেশ আমাদের– এ কারণে টি-শার্ট ও পলো শার্ট তৈরিতে কটন, কম সুতার কাপড়গুলো প্রাধান্য দেওয়া হয়। তিনি আরও জানান, গরমে লাইট কালারগুলো বেশি চলে। রাতের পার্টিতে সবাই ডার্ক কালারগুলোকে বেশি প্রাধান্য দেন। টি-শার্ট, পলো শার্টের ক্ষেত্রে সেভাবেই কাপড় নির্বাচন করেন তারা। ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন, খুব বেশি ঢিলেঢালা টি-শার্ট না পরে ফিট বা সেমি ফিট টি-শার্ট বেছে নিতে পারেন। ডিজাইনাররা টি-শার্টগুলো তৈরি করেন প্রায় স্লিম ফিট স্টাইলে। বয়স যাই হোক, এমন টি-শার্টে ফ্যাশনেবল লুক খুব সহজেই পাওয়া যায়। ব্র্যান্ড কিংবা মার্কেটভেদে পলো টি-শার্টের দামে রয়েছে ভিন্নতা। বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক, আজিজ সুপার মার্কেট কিংবা ব্র্যান্ডগুলোর নিজস্ব শোরুমে পাবেন আপনার পছন্দের টি-শার্ট ও পলো শার্ট। ব্র্যান্ডভেদে দাম ওঠানামা করলেও পছন্দের পলো শার্ট পাবেন ৬০০-১৫০০ টাকার মধ্যে। টি-শার্ট কিনতে পাবেন ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। আরও কম দামে কিনতে চাইলে যেতে পারেন বঙ্গবাজার কিংবা নিউমার্কেট। v মডেল : হিরন খান ছবি : ফয়সাল সিদ্দিক কাব্য

আরও পড়ুন