ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

প্রচ্ছদ

সঙ্গে প্রিয় ব্যাগ

সঙ্গে প্রিয় ব্যাগ

মডেল: অজানা হক, মেকওভার: পারসোনা, ব্যাগ: এ জেড গ্যালারি, ছবি: ফয়সাল সিদ্দিক কাব্য

তাসলিমা তামান্না

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:১৯

মজার ছলে অনেকেই বলেন, নারীর ব্যাগে নাকি পৃথিবীর অর্ধেক জিনিস পাওয়া যায়। কথাটা সত্য না হলেও নারীরা যে ব্যাগে প্রয়োজনীয় অনেক টুকিটাকি জিনিস রাখেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন শুধু প্রয়োজন নয়, ব্যাগ হয়ে উঠেছে ফ্যাশনের অনুষঙ্গও। কলেজ-অফিস কিংবা কোনো পার্টি যেখানেই যান না কেন, পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ না থাকলে ঠিক যেন জমে না।

কাপড়-চোপড় সঙ্গে নেওয়ার জন্য একসময় কাপড়ের মধ্যে একসঙ্গে সব বেঁধে নেওয়া হতো। মুখটাতে গাঁট বাঁধা হতো। এটা পিঠে ঝুলিয়ে বা কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়া যেত। ধীরে ধীরে তা পরিবর্তিত হয়ে বড় থলিতে করে হাতে ঝুলিয়ে, জিনিসপত্র নিয়ে যাওয়া শুরু হলো। দেখতে যাতে খারাপ না লাগে এর জন্য নানা কারুকার্যে সজ্জিত করে ব্যাগ বা থলিকে সুন্দর দেখানোর চেষ্টা করা হতো। এর পর ধীরে ধীরে পাশ্চাত্য প্রভাবে সাজের সঙ্গে সঙ্গে অ্যাক্সেসরিজেও পরিবর্তন আসতে থাকল। থলের স্থানে জায়গা করে নিল নানা ধরনের পার্স, বাহারি ব্যাগ। পোশাকের সঙ্গে মিল রেখে কাঁধে কিংবা হাতে পার্স নেওয়ার প্রচলন চলছে অনেক বছর ধরেই। এ ছাড়া কোথায় যাওয়ার জন্য কী ধরনের ব্যাগ ব্যবহার করবেন, সেটা মাথায় রেখেও নানা সাইজের, নানা ম্যাটেরিয়ালের তৈরি ব্যাগ, পার্স এখন পাওয়া যায় দোকানে। চামড়া ছাড়া আরও নানা উপকরণের ব্যাগ এখন ফ্যাশন সচেতনদের পছন্দের তালিকায়।


ব্যাগ ছোট হোক কিংবা বড় তা একজনের ব্যক্তিত্বে যোগ করে ভিন্ন মাত্রা। ব্যাগের মধ্যে বেশি ব্যবহৃত হচ্ছে এম-গিয়ার ব্যাকপ্যাক, টি-গিয়ার ব্যাকপ্যাক, এমা সার্কেল বেল্ট ব্যাগ, হ্যান্ড ব্যাগ, জুট ব্যাগ, মেসেঞ্জার ব্যাগ, বক্স ব্যাগ, ক্লাচ, স্লিং ব্যাগ, ক্রসবডি ব্যাগ, স্যাডল ব্যাগ ইত্যাদি। আবার রঙের ক্ষেত্রেও রয়েছে নানা বৈচিত্র্য। একসময় ব্যাগ নির্বাচনে শুধু কালো রং প্রাধান্য পেলেও বর্তমান সময়ে ব্যাগের ফ্যাশনে বেগুনি, বাদামি, প্যাস্টেল শেড, মাস্টার্ড, স্যান্ড, পিঙ্ক, ইয়েলো, গ্রিন, নেভি ব্লু সব রঙের ব্যাগও গুরুত্ব পাচ্ছে।


হাল ফ্যাশনের ব্যাগ প্রসঙ্গে ফ্যাশন ব্র্যান্ড গুটি পা’র সেলস অ্যান্ড মার্কেটিংয়ের প্রধান কর্মকর্তা সাইব ইবনে আনোয়ার বলেন, পোশাকের সঙ্গে মিল রেখে ব্যাগ নির্বাচন জরুরি। ব্যক্তিত্বের প্রকাশের জন্য পোশাক যতটা গুরুত্বপূর্ণ, একটি ফ্যাশনেবল ব্যাগও ততটাই গুরুত্ব বহন করে। তিনি জানান, কর্মজীবী নারীদের ব্যবহারের সুবিধার জন্য বিশেষ ডিজাইনের বিজনেস ব্যাগ তৈরি করছেন তারা। কারণ কর্মজীবী নারীদের কাজে যাওয়া-আসা এবং দীর্ঘ সময় কাজে থাকার সময় প্রয়োজনীয় টুকিটাকি হরেক রকম জিনিস বহন করতে হয়। সেসব জিনিসপত্র যেন সহজেই ব্যবহার করা যায় এমন একটি স্মার্ট, ফ্যাশন, ট্রেন্ড এবং বেশ কয়েকটি চেম্বারসহ ব্যাগ পাওয়া যায় তাদের শোরুমে। এ ছাড়া পার্স, ব্যাকপ্যাকসহ পাটের তৈরি পণ্যও পাওয়া যায় প্রতিষ্ঠানটিতে। সাইব জানান, প্রতিবছরেই ব্যাগের ফ্যাশন ট্রেন্ডে থাকে ভিন্নতা। হাল ফ্যাশনে স্যাডেল ব্যাগগুলো বেশ জনপ্রিয় কিশোরী-তরুণীদের মধ্যে। ছোট হ্যান্ডেলের এ ব্যাগগুলো আকারে ছোট এবং সহজে বহনযোগ্য হওয়ায় বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। লেদার, কাপড়, আর্টিফিশিয়াল লেদার, পাটসহ নানা ধরনের ব্যাগ পাওয়া যায় বাজারে। বর্তমান সময়ের ব্যাগ প্রসঙ্গে ফ্যাশন ব্যান্ড এ জেড গ্যালারির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ জানান, বর্তমান ট্রেন্ডে লম্বা বেল্টের একটু বড় আকারের ব্যাগ ভালো চলছে। একসময় শুধু কর্মজীবী নারী এ ধরনের ব্যাগ পছন্দ করলেও, এখন কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীদেরও পছন্দের তালিকায় আছে এ ধরনের ব্যাগ। তিনি আরও জানান, বড় আকারের ব্যাগও স্থানভেদে আলাদাভাবে উপস্থাপনের বিষয় আছে। পোশাক-আশাকের মতো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে ব্যাগের নকশা আর কাজ। তাঁর মতে, বড় ব্যাগে অনেক ধরনের জিনিসপত্র যেমন রাখা যায়, তেমনি দেখতেও ফ্যাশনেবল লাগে। তিনি জানান, তাঁর শোরুমে সবই আর্টিফিশিয়াল লেদারের তৈরি ব্যাগ। বেশির ভাগ আনা হয়েছে চীন ও থাইল্যান্ড থেকে। তিনি আরও জানান, বিউ লেদারের ব্যাগ বর্তমানে ভালো চলছে। ক্রেতার পছন্দের তালিকায় আছে এম কে এ মাইকেল কোচের ব্যাগ। বড় বড় শপিং মল, মার্কেটের পাশাপাশি দেশীয় ফ্যাশন হাউসগুলোতেও আজকাল ফ্যাশনেবল অনেক ধরনের ব্যাগ পাওয়া যায়।


এ ব্যাপারে লা রিভের জনসংযোগ কর্মকর্তা খাদিজা ফাল্গুনী জানান, ব্যাগের ক্ষেত্রে তারা সব সময় মিনিমাম কাজ তবে স্মার্ট লুককে প্রাধান্য দেন। তাদের প্রায় শোরুমে বেসিক কালারের স্টাইলিশ সব ব্যাগ পাওয়া যায়। তিনি আরও জানান, সব সময় ব্যবহারের জন্য বড় ধরনের ব্যাগের পাশাপাশি পার্টির উপযোগী পার্স পাওয়া যায় তাদের শোরুমে। অনেকগুলোয় থাকে স্টোন বসানো। এগুলোরও বেশ চাহিদা আছে ক্রেতাদের কাছে। এ ছাড়া সামনেই বিয়ের মৌসুম। এ জন্য আলাদাভাবে কিছু ব্যাগের ডিজাইন করা হয় প্রতিবছর। প্রিন্টেট অনেক ধরনের ফ্যাশনেবল ব্যাগও রয়েছে তাদের সংগ্রহে। যারা অফিস কাম পার্টির জন্য ব্যাগ খুঁজছেন, তারা চাইলে ঢুঁ মারতে পারেন তাদের শোরুমগুলোয়।


ব্যাগের যত্ন

চামড়ার ব্যাগ: আপনার ব্যাগটি যদি চামড়ার হয় আর নিয়মিত ব্যবহার করেন, তা হলে এক দিন অন্তর পরিষ্কার করুন। একটি নরম কাপড় দিয়ে ব্যাগের ওপরে লেগে থাকা ধুলা-ময়লা ঝেড়ে ফেলুন। এ ছাড়া বাজারে চামড়ার ব্যাগ পরিষ্কারের জন্য বিশেষ ধরনের ক্লিনজার পাওয়া যায়। তা দিয়ে বছরে দু’বার আপনার ব্যাগটি ভালো করে পরিষ্কার করুন। অনেকে চামড়ার ব্যাগ শুধু কোনো অনুষ্ঠান বা বিশেষ উপলক্ষে ব্যবহার করে থাকেন। আলমারিতে তুলে রাখার সময় বাবল র‍্যাপ বা পার্চমেন্ট পেপার ভরে দিন। এবার একটি কাপড়ের ব্যাগের মধ্যে মুড়ে ব্যাগের সঙ্গে দেওয়া বাক্সের মধ্যে এটি রেখে দিন। সঙ্গে রাখুন সিলিকা জেলের প্যাকেট। যে জায়গায় রাখবেন, সেটি যেন স্যাঁতসেঁতে না হয় খেয়াল রাখবেন। কাপড়ের ব্যাগ : কাপড়ের ব্যাগ পরিষ্কার করা বেশ সহজ। সাধারণ ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিলেই ব্যাগ একদম পরিষ্কার হয়ে যাবে। তবে পানি না নিংড়ে ভালো করে পানি ঝরিয়ে রোদে শুকাতে দিন।

পাটের ব্যাগ: পাটের বুননের ফাঁকে ফাঁকে খুব সহজেই ধুলা ঢুকে ব্যাগ নোংরা হয়ে যায়। জুটের ব্যাগ থেকে দাগ তোলার জন্য অল্প গরম পানিতে ডিসওয়াশার ডিটারজেন্ট মিশিয়ে নিন। এরপর পুরোনো কোনো টুথব্রাশে মিশ্রণটি লাগিয়ে দাগের জায়গাটা ঘষে নিন। এতে দাগ চলে যাবে।

আর্টিফিশিয়াল লেদার ব্যাগ: দৈনন্দিন ব্যবহারের জন্য সবাই আর্টিফিশিয়াল লেদার ব্যাগই পছন্দ করেন। এ জেড গ্যালারির স্বত্বাধিকারী আবুল কালাম বলেন, অনেকের ধারণা, ব্যাগ দামি হলেই বুঝি বেশিদিন টেকে। বিষয়টি আসলে তা নয়। ব্যাগ যদি দীর্ঘদিন আলমারিতে বা বদ্ধ জায়গায় আটকা রাখেন তাহলে এমনিতেই নষ্ট হয়ে যায়। বরং ব্যাগ ভালো রাখতে রাখুন খোলামেলা জায়গায়। তিনি জানান, প্রতিদিন ব্যবহারে ব্যাগে ধুলাময়লা জমতেই পারে। সে ক্ষেত্রে ব্যাগটি প্রতিদিন নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে মুছে পরিষ্কার করতে পারেন।

পার্টি ব্যাগ : পার্টি ব্যাগগুলো সব সময় ব্যবহার করা হয় না। বেশির ভাগ পার্টি ব্যাগই পুঁতি বসানো, পাথর, মুক্তা এবং বিভিন্ন উপকরণের নকশা থাকে। এসব ব্যাগের যত্নও নিতে হয় একটু আলাদাভাবে। ব্যবহারের পর ছোট পার্সের ক্ষেত্রে বড় টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখতে পারেন। একটু বড় ব্যাগ হলে প্লাস্টিক বা পাতলা কাপড়ে মুড়িয়ে ড্রয়ারে তুলে রাখলে অনেকদিন ভালো থাকবে। 

আরও পড়ুন