পড়শী এবং...

এমদাদুল হক মিলটন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
পুতুল খেলার পাট শেষ হতে না হতেই নাচে আগ্রহী হয়ে উঠেছিলেন মেয়েটি। আঁকাজোকার নেশা তখনও ছিল। কিন্তু স্থায়ী হলো না কোনোটাই। কেননা, নাচ ভালোবাসলেও তিনি যে নৃত্যশিল্পীর পরিচয়ে পরিচিত হতে চাননি। শেষমেশ সবকিছু ভেস্তে দিয়ে সংগীতকে আঁকড়ে ধরেছিলেন। গাইতে গাইতে গায়েন নয়, কঠিন অধ্যবসায় আর গানের প্রতি ভালোবাসার জমা পুঁজি নিয়েই তিনি নাম লিখিয়েছেন সংগীতশিল্পীর তালিকায়। সময়ের আবর্তনে ক্রমে হয়ে ওঠেন তারকা কণ্ঠশিল্পী।
বলছি কণ্ঠশিল্পী সাবরিনা পড়শীর কথা। এ কণ্ঠশিল্পী যখন কোনো নতুন গান নিয়ে আসেন, শ্রোতারা তা সাদরে গ্রহণ করেন। সম্প্রতি প্রকাশ হয়েছে তাঁর গাওয়া নতুন গান ‘ওরে মন’। দ্বৈত এ গানে তাঁর সহশিল্পী আরেক তারকা সংগীতশিল্পী আরফিন রুমী। এই গানের মাধ্যমে এক যুগেরও বেশি সময় পর একসঙ্গে নতুন কোনো গানের ভিডিও নিয়ে শ্রোতাদের কাছে হাজির হয়েছেন। সম্প্রতি পড়শীর ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে এটি প্রকাশ হয়েছে।
‘ওরে মন’ গানটি লিখেছেন অনুরূপ আইচ। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনাও করেছেন আরফিন রুমী। গানের ভিডিও বানিয়েছেন রম্য খান। কক্সবাজারে গানের ভিডিও চিত্রের শুটিং হয়েছে।
গানটির সাড়া প্রসঙ্গে পড়শী বলেন, “১৩ বছর আগে ‘তোমারই পরশ’ শিরোনামে একটি গানে প্রথম একসঙ্গে গেয়েছি। এরপর আরও দুটি গান করেছি। মাঝে দু’জন সিনেমায় প্লেব্যাক করেছি। তবে এক যুগ পর মিউজিক ভিডিওসহ পূর্ণাঙ্গ গান গাইলাম ‘ওরে মন’। এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ভালো অবস্থানে রয়েছে। গানটি সাধারণত ওই ধাঁচের, যেমনটা আমরা দু’জন আগেও গেয়েছি। গানটি শুনে শ্রোতারা পুরোনো দিনে ফিরে গেছেন। সব মিলিয়ে বোঝা যায়, শ্রোতারা বেশ গ্রহণ করেছেন।”
এ গান ছাড়াও প্রতি মাসে গান প্রকাশের পরিকল্পনা করছেন পড়শী। এখন থেকে প্রতি মাসে ধারাবাহিকভাবে গান প্রকাশ করবেন। কথা রাখতে পারবেন– এমন প্রশ্নের জবাবে পড়শী বলেন, ‘ভক্ত-শ্রোতাদের যখন কথা দিয়েছি, তখন কথা রাখার শতভাগ চেষ্টা করে যাব। গানের জন্যই এত মানুষ আমাকে চেনে। সে জন্য তাদের প্রত্যাশা পূরণে ধারাবাহিকভাবে গান করে যাওয়াও এক ধরনের দায়বদ্ধতা বলেই মনে করি।’
কণ্ঠশিল্পীর পাশাপাশি এখন অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন। এখনও কি তাহলে অভিনয় শখের বিষয় হয়ে থাকবে? জানতে চাইলে পড়শী বলেন, ‘শুরুতে ছিল শখ, এখন অভিনয়ের প্রতি গভীর ভালোবাসাও জন্মে গেছে।’