মতবিনিময় সভা

পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদ লনায়তনে সভায় অতিথি ও সুহৃদরা
অনু ইসলাম
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৮:০০
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) ও সমকাল আয়োজিত জীববিজ্ঞান উৎসবের বরিশাল অঞ্চলের মতবিনিময় সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে। ২২ সেপ্টেম্বর বিকেল ৪টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জীববিজ্ঞান অলিম্পিয়াড বরিশাল আঞ্চলিক উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক মো. জাফর আহমেদের সভাপতিত্বে এবং উদযাপন কমিটির সদস্য সচিব ও সমকালের জেলা প্রতিনিধি মুফতি সালাহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোদাচ্ছের বিল্লাহ। বিশষ অতিথি ছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের কেন্দ্রীয় সমন্বয়ক অনিরুদ্ধ প্রামাণিক ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম অর্পণ।
অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক মো. দেলোয়ার হোসেন, মো. শহিদুল ইসলাম, শিক্ষক মো. শাহাবুদ্দিন আহমেদ, মো. জহিরুল ইসলাম, সুহৃদ উপদেষ্টা কবি ও সাহিত্যিক গাজী হানিফ, সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি পলাশ চন্দ্র হাওলাদার, সাধারণ সম্পাদক মাহবুবা হক মেবিন। উপস্থিত ছিলেন সমকালের দুমকী উপজেলা প্রতিনিধি মো. এবাদুল হক বাদল, সুহৃদ উপদেষ্টা সৈয়দ আব্দুল ওয়াদুদ, সোনিয়া কর্মকার ও সৈয়দ তাজুল ইসলামসহ সুহৃদরা। বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসবে বরিশাল অঞ্চলের পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, বরগুনার আমতলী এম.ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং দুমকী সরকারি জনতা কলেজ থেকে অধিক সংখ্যক নিবন্ধন করায় প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মোদাচ্ছের বিল্লাহ বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে সমকালের সঙ্গে আছি। সমকাল আয়োজিত বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠানগুলো নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয়। গত বছরের মতো আগামীতেও বিডিবিও-সমকাল জীববিজ্ঞান অলিম্পিয়াড উৎসব এই মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস।’ সম্মানিত অতিথি অনিরুদ্ধ প্রামাণিক বলেন, ‘পটুয়াখালীর সুহৃদদের মতো এমন সহযোগিতা ও আন্তরিকতা কোনো অঞ্চলে পাইনি। তাদের মতো অন্যান্য অঞ্চলের সুহৃদরা এগিয়ে এলে এবং আন্তরিকতার সঙ্গে কাজ করলে জীববিজ্ঞান অলিম্পিয়াড উৎসব আরও সুন্দরভাবে সম্পন্ন হবে।’ সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. জাফর আহমেদ বলেন, ‘সুহৃদদের সৃজনশীল কাজ আমার ভালো লাগে। এ কারণে আমি সমকাল সুহৃদদের প্রতি আকৃষ্ট হয়েছি এবং অনেক বছর ধরে এ সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত।’ v সুহৃদ, পটুয়াখালী সরকারি কলেজ- বিষয় :
- মতবিনিময় সভা