ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

তালবীজ রোপণ উৎসব

তালবীজ রোপণ উৎসব

ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় তিন শতাধিক তালের বীজ বপন করেন সুহৃদরা

মহুয়া ইসলাম

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৮:০০

পরিবেশ রক্ষায় তালের বীজ বপন করলেন সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সদস্যরা। ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তালের বীজ বপন করেন তারা।



এ গাছ বজ্রনিরোধক ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়ে গেছে। এ ছাড়া হারিয়ে যেতে বসেছে ফরিদপুরের বিল-বাঁওড়ের তালের ডোঙা। খাল, নদী, বিল, বাঁওড়ের জেলা ফরিদপুরে একসময় বর্ষাকালে প্রধান বাহনই ছিল তালগাছের গোড়ার ভাগের কাণ্ডের দ্বিখণ্ডিত অংশ। বিল-বাঁওড়ে পানি কমে যাওয়ায় এবং তালগাছের অভাবে একরকম হারিয়ে যেতে বসেছে প্রকৃতির তৈরি এই বাহন। ব্যাপক হারে তালগাছ রোপণ করে আমরা এই অঞ্চলে ঐতিহ্য পরিবেশবান্ধব তালের ডোঙাকে আবার ফিরিয়ে আনতে পারি। সরকারও সারাদেশে তালগাছ রোপণের জন্য সবাইকে নির্দেশনা দিয়েছে।

প্রকৃতি ও পরিবেশের কথা চিন্তা করেই সুহৃদরা ফরিদপুর সদর উপজেলার বদরপুর, বায়তুল আমান, মুন্সিবাজার, সাদীপুরসহ বিভিন্ন এলাকায় তিন শতাধিক তালের বীজ বপন করেছেন। তালের প্রাকৃতিক অবদানের সঙ্গে পুষ্টিগুণ এবং বিভিন্ন উপকারিতাও রয়েছে। সাধারণত একটি তালগাছ ৯০ থেকে ১০০ ফুট উঁচু হয়। উঁচু গাছ হওয়ায় বজ্র সরাসরি এ গাছের মাধ্যমে মাটিতে গিয়ে আমাদের রক্ষা করে। এ ছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি এবং মাটির উর্বরতা রক্ষা করে। তালগাছের আকর্ষণে বাড়ে মেঘের ঘনঘটা, ঘটে বৃষ্টিপাতও। তালগাছের শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত প্রবেশ করায় ঝড়ে হেলে কিংবা ভেঙে পড়ে না। যেখানে কোনো কিছু চাষ হয় না, সেখানেও তালগাছ তার শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায়। নতুন রাস্তার ল্যান্ডস্কেপ, বাঁধ ও নদীভাঙন ঠেকাতে এর রয়েছে সফল প্রয়োগ।


এর আগে সুহৃদরা এ কার্যক্রম বাস্তবায়নে একাধিক সভার আয়োজন করেন। সভায় তাল গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় সবার সম্মতিক্রমে বিভিন্ন স্থানে তালবীজ বপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দু’দিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক কাজী সবুজ, সহসভাপতি নাজমুল ইসলাম মিরান ও হারুনার রশিদ, সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাসিম শেখ, পরিবেশ সম্পাদক শাওন আহম্মেদ প্রমুখ। v
সাধারণ সম্পাদক সুহৃদ সমাবেশ, ফরিদপুর

আরও পড়ুন