তালবীজ রোপণ উৎসব

ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় তিন শতাধিক তালের বীজ বপন করেন সুহৃদরা
মহুয়া ইসলাম
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৮:০০
পরিবেশ রক্ষায় তালের বীজ বপন করলেন সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সদস্যরা। ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তালের বীজ বপন করেন তারা।
প্রকৃতি ও পরিবেশের কথা চিন্তা করেই সুহৃদরা ফরিদপুর সদর উপজেলার বদরপুর, বায়তুল আমান, মুন্সিবাজার, সাদীপুরসহ বিভিন্ন এলাকায় তিন শতাধিক তালের বীজ বপন করেছেন। তালের প্রাকৃতিক অবদানের সঙ্গে পুষ্টিগুণ এবং বিভিন্ন উপকারিতাও রয়েছে। সাধারণত একটি তালগাছ ৯০ থেকে ১০০ ফুট উঁচু হয়। উঁচু গাছ হওয়ায় বজ্র সরাসরি এ গাছের মাধ্যমে মাটিতে গিয়ে আমাদের রক্ষা করে। এ ছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি এবং মাটির উর্বরতা রক্ষা করে। তালগাছের আকর্ষণে বাড়ে মেঘের ঘনঘটা, ঘটে বৃষ্টিপাতও। তালগাছের শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত প্রবেশ করায় ঝড়ে হেলে কিংবা ভেঙে পড়ে না। যেখানে কোনো কিছু চাষ হয় না, সেখানেও তালগাছ তার শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায়। নতুন রাস্তার ল্যান্ডস্কেপ, বাঁধ ও নদীভাঙন ঠেকাতে এর রয়েছে সফল প্রয়োগ।
- বিষয় :
- রোপণ উৎসব