ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

মেডিকেল ক্যাম্প

মেডিকেল ক্যাম্প

মেডিকেল ক্যাম্পের আগে চিকিৎসকদের সঙ্গে সুহৃদরা

কল্যাণ ভৌমিক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৮:০০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী বড়পাঙ্গাশী ইউনিয়নের বাংলাপাড়া গ্রাম। এখানেই উল্লাপাড়া সুহৃদ সমাবেশ আয়োজন করে বঞ্চিত মানুষের জন্য মেডিকেল ক্যাম্প। ২৭ সেপ্টেম্বর পৌর শহরের ‘আমার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’-এ বিনামূল্যে এ চিকিৎসা শিবিরের আয়োজন করেন সুহৃদরা। বড়পাঙ্গাশী ইউনিয়নের বাংলাপাড়া গ্রামে সাইদুর রহমানের বাড়ির বহিরাঙ্গনে এ চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন আমার হাসপাতালের পরিচালক মো. আরিফ হাসান। সংক্ষিপ্ত বক্তব্যে আরিফ হাসান বলেন, ‘সুহৃদরা স্বেচ্ছায় নানামুখী সেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে সুনাম ও মানুষের আস্থা অর্জন করেছেন। সে কারণেই উল্লাপাড়া শাখার সুহৃদদের আবেদনে সাড়া দিয়ে আমার হাসপাতালের ডাক্তাররা এই প্রত্যন্ত গ্রামের স্থানীয় জনগোষ্ঠীর অসুস্থ নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এ চিকিৎসা শিবিরে যেসব নারী-পুরুষ বিনামূল্যে সেবা নেবেন, তাদের আমার হাসপাতালে চিকিৎসা ব্যয়ের খরচ ৩০ শতাংশ কম নেওয়া হবে। তিনি সমকাল কর্তৃপক্ষ এবং সুহৃদদের চিকিৎসাসেবা কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।


এই কার্যক্রম পরিচালনায় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন– ব্যবসায়ী সেলিম হোসেন, ক্যাম্পের কার্যক্রমের জন্য বাড়ির আঙিনা ছেড়ে দেওয়া সাইদুর রহমান, বড়পাঙ্গাশীর ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, বাংলাপাড়া গ্রামপ্রধান ইদ্রিস আলীসহ গ্রামের সাধারণ মানুষ। এতে চিকিৎসাসেবা দেন রাজশাহীর প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যত্ব রোগ বিশেষজ্ঞ ডা. কামরুন্নাহার ও সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ কে এম শোয়েব।


আয়োজন ও ব্যবস্থাপনায় সুহৃদ সমাবেশের উল্লাপাড়ার সভাপতি শাহরিয়ার আলম অপি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রান্তসহ অন্য সুহৃদদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম রেজা, ইমরান আহমেদ ইমন, নাহিদ হাসান জনি, ফাহিম বিন অনিক, নাহিদ হাসান, মিনহান সিফাত, সাব্বির উল আলম, সাকিব হাসান মুবিন, আরিফ আরমান সিয়াম, জায়েদ হাসান নাইম, সিতাব জাবিব অর্ক, রিফান হাসান সায়েম, ইকবাল হাসান, কাইফ হোসেন, আব্দুর আলীম ও সমকালের উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিক অংশ নেন। এই শিবিরে এলাকার দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। 


সমন্বয়ক সুহৃদ সমাবেশ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

আরও পড়ুন