ম্যানচেস্টার ইউনাইটেড কেনার কথা জানালেন ইলন মাস্ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২ | ২২:৩০ | আপডেট: ১৬ আগস্ট ২০২২ | ২২:৩০
টুইটার নয় এবার ইলন মাস্কের নজর ফুটবল মাঠে। ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণা দিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি কেনার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি যুক্তরাষ্ট্রের এই নাগরিক।
বাংলাদেশ সময় বুধবার ভোরে করা টুইটবার্তায় ইলন মাস্ক লিখেছেন, 'আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি। আপনাদের স্বাগতম।'
বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে আমেরিকান গ্লেজার পরিবারের অধীনে। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের চলতি বছরের র্যাঙ্কিং অনুসারে, পৃথিবীর তৃতীয় মূল্যবান ক্লাব হলো ম্যান ইউনাইটেড। তাদের মোট সম্পদের পরিমাণ ৪.৬ বিলিয়ন ডলার। তালিকায় রেড ডেভিলদের উপরে আছে কেবল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
Also, I’m buying Manchester United ur welcome
— Elon Musk (@elonmusk) August 17, 2022
গতবছর ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, অন্তত ৪ বিলিয়ন পাউন্ড (প্রায় ৪.৮৪ বিলিয়ন ডলার) পেলে ইউনাইটেড ক্লাবকে বিক্রি করতে রাজি গ্লেজার পরিবার। ২০০৫ সালে ৭৯০ মিলিয়ন ইউরো দিয়ে ক্লাবটি কিনেছিল তারা।
ইলন মাস্কের টুইটের পর গ্লেজার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি। বর্তমানে প্রায় ২৬৯ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক। তাই তার পক্ষে ৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ইউনাইটেড কিনে নেওয়া অসম্ভব কোনো বিষয় নয়।
'স্পেসএক্স'-এর প্রতিষ্ঠাতা মাস্কের টুইটারে অপ্রাসঙ্গিক লেখালেখির অনেক নজির রয়েছে। প্রায় সময়ই এক দুই বাক্যে তিনি এমন ঘোষণা দেন। যা পরে মজা করার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। সংবাদমাধ্যম জানিয়েছে, ইউনাইটেডের মালিকানা পেতে ইলন মাস্ক কোনো চুক্তির পরিকল্পনা করেছেন কিনা সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।