ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ম্যানসিটির ভাগ্য সুতোয় ঝুলিয়ে পিঠ বাঁচাল পিএসজি

ম্যানসিটির ভাগ্য সুতোয় ঝুলিয়ে পিঠ বাঁচাল পিএসজি

পিএসজির বিপক্ষে হার ম্যানসিটির। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ১৩:৪২ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ | ১৪:৫২

হারলেই বিদায় একপ্রকার নিশ্চিত ছিল পিএসজির। ম্যানচেস্টার সিটির সম্ভাবনা ঝুলছিল সুতোর ডগায়। বুধবার রাতে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে দুর্দান্ত কামব্যাকে ম্যানসিটিকে ৪-২ গোলে হারিয়ে বিপদ কিছুটা কাটিয়েছে পিএসজি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শেষ ধাপে চলে গেছে ম্যানচেস্টার সিটি।

প্যারিসে রাতের ম্যাচে প্রথমার্ধে গোল শূন্য সমতা করে দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-০ গোলের লিড নেয় সিটিজেনরা। জ্যাক গ্রেলিস ৫০ মিনিটে ও আর্লিং হালান্ড ৫৩ মিনিটে গোল করেন।

পরের গল্পটা লুইস এনরিকের দল পিএসজির। ম্যাচের ৫৬ মিনিটে উসমান ডেম্বেলে এক গোল শোধ করেন। ৬০ মিনিটে তরুণ ফ্রান্স ফরোয়ার্ড ব্রাডলি বারকোলা ব্যবধান ২-২ করে ফেলেন। ৭৮ মিনিটে গোল করেন জোয়াও নেভাস। ম্যানসিটির সমতায় ফেরার আশা যোগ করা সময়ে শেষ করে দেন গঞ্জালো রামোস।

কামব্যাকে পাওয়া জয় উদযাপন পিএসজির। ছবি: এএফপি

এই জয়ে পিএসজি ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে ২২তম অবস্থানে আছে। গ্রুপের শেষ ম্যাচে তারা স্টুটগার্টের বিপক্ষে খেলবে। ওই ম্যাচে ড্র করলে প্লে অফ নিশ্চিত হবে পিএসজির। হারলে পয়েন্ট বা গোলের ব্যবধানে বিদায়ও নিতে হতে পারে।

অন্য দিকে ম্যানসিটি সেরা ২৪ এর বাইরে চলে গেছে। টেবিলে পেপ গার্দিওলার দল আছে ২৫তম অবস্থানে। শেষ ম্যাচে ঘরের মাঠে ক্লাব ব্রুর্গের বিপক্ষে খেলবে সিটিজেনরা। ওই ম্যাচে জিতলে ১১ পয়েন্ট হবে ম্যানসিটির। যদি বেনফিকা, পিএসজি, স্পোর্টিং কিংবা স্টুটগার্ট শেষ ম্যাচে হারে এবং ম্যানসিটি জেতে তবেই প্লে অফ খেলার সুযোগ পাবেন হালান্ডরা।    

আরও পড়ুন

×