ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

দেখো কাণ্ড ওরা খেলে তায়কোয়ান্দো!

অর্জন

দেখো কাণ্ড ওরা খেলে তায়কোয়ান্দো!

(বাম থেকে) আসিফা আনায়া খান, রুমায়সা খান মেহেক ও মাস্তুরা রশিদ -ছবি : সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৮:২৯ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩ | ০০:২৯

প্রথম বারের মতো বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আয়োজন করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ-২০২৩। সাভার বিকেএসপিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ৬ এবং ৯ ক্যাটেগরিতে অংশগ্রহণ করে আসিফা আনায়া খান ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক, রুমায়সা খান মেহেক দুইটি রৌপ্য পদক, মাস্তুরা রশিদ দুটি রৌপ্য পদক জয় করে। কী কাণ্ড ঘটিয়েছে তারা বুঝতে পেরেছো? তা এই তায়কোয়ান্দো পণ্ডিতরা কে কোথায় পড়ে? আসিফা আনায়া খান প্লেতে পড়ে ঢাকার সাউথ হেরাল্ড ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে। রুমায়সা খান মেহেক টর্চ ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে কেজিতে। আর মাস্তুরা রশিদ কেজিতে পড়ে বি এ এফ শাহীন কলেজে। 

আরও পড়ুন