ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ছড়া–কবিতা

ছড়া–কবিতা

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩ | ২২:১৭

সৈয়দ হিলাল সাইফ  
আমার স্বপ্ন 

স্বপ্ন আমার কল্পলোকে আলোকবর্ষ ছাড়ে 
আমি কেন পারবো না যা অন্য লোকে পারে! 

চাঁদের দেশে গেছে যারা তারাও তো মানুষ 
আমি মিছে কেন পিছে ওড়াতে যাই ফানুস?

উল্কাপিণ্ড ছুটছে কেন জানবো কী তার হেতু
 কোথায় হতে হয় যে উদয় আকাশে ধূমকেতু।

সৌরজগৎ কাদের নিয়ে সূর্য একটি তারা
মিল্কিওয়ের গ্রহ-নক্ষত্র গুনতে পারে কারা? 

নীল আকাশের বিশালতা একটু হলেও জানা
ব্ল্যাকহোলের গ্রাভিটি কী! করছে কাদের হানা। 

আন্ড্রোমিডা, ব্ল্যাকআই জ্যোতির্বিদের মত
বিশ্ব ব্রহ্মাণ্ডে কত কোটি লক্ষ ছায়াপথ! 

 

 

শাহরিয়ার শাহাদাত   
ভাবুক মেয়ে  

ছোট্ট মেয়ের গল্প শোনাই
রোদসী নাম তার
আজগুবি সব কথা বলে
বিচিত্র ভাবনার ! 

ভাবুক মেয়ে বললো, মামা
এমন যদি হয়–
পপকর্ন আর ক্যান্ডি খাবে
টেডিবিয়ার টয়! 

বানর ছানা, কাঠবিড়ালি 
পরে জুতো, স্যুট
সোফায় বসে আরামসে খায় 
চা-কফি-বিস্কুট।

রিকশা-ভ্যানে ঘুরছে দেখো
সাদা রঙের কাক
নীল হাতিরা বাসের চালক
জেব্রা চালায় ট্রাক।

জিরাফগুলো ট্রাফিক পুলিশ 
রাস্তায় নেই জ্যাম
বাইক চালিয়ে অফিসে যায়
বাঘের মাসি ম্যাম।

গোলাপি রঙ ফুচকা হলে
দেখতে হবে বেস্ট 
বৈয়াম ভরা ব্যাঙের আচার
কেমন হবে টেস্ট?

whatsapp follow image

আরও পড়ুন

×