হেমন্তের কাজ

.
সাফানা আহমেদ শায়ন
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ২৩:৪৩
হেমন্ত এসেছে নিয়ে
মিষ্টি মধুর বাণী
নতুন ধানের গন্ধে মন
নেচে উঠবে জানি!
ধান কাটার আনন্দ
লাগে কৃষকের মনে
ধানের গোলা ভরে ওঠে
নতুন ধানের ঘ্রাণে!
কিষানিরা ব্যস্ত খুবই
চোখে নেই ঘুম
নতুন ধানের মাড়াই কাজে
লেগেছে যেন ধুম।
ঘরে ঘরে পিঠা পায়েস
নবান্নের উৎসব
হেমন্ত শেষে শীত আসবে
চারদিকে তারই কলরব।