ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বইয়ের খোঁজ

তোমাদের জন্য নতুন আরও ২০টি বই

তোমাদের জন্য নতুন আরও ২০টি বই

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৩৬

তোলপাড়
ছড়ার বই। লেখক: মাহমুদউল্লাহ। 
ছবি: হাশেম খান। দাম: ২০০ টাকা। প্রকাশক: ছোটদের সময়।

পুটু কাহিনী
গল্পের বই। লেখক: মুহম্মদ জাফর ইকবাল। ছবি: মেহেদী হক। দাম: ২৮০ টাকা। প্রকাশক: বিদ্যানন্দ। 
বেড়াল ছানা ফোন করেছে কুকুর ছানার মাকে 
ছড়ার বই। লেখক: লুৎফর রহমান রিটন। ছবি: উদয়। দাম: ১২০ টাকা। প্রকাশক: খুশবু।

কেনিয়ার রূপকথা 
লেখক: আমীরুল ইসলাম। 
ছবি: ধ্রুব এষ। দাম: ২০০ টাকা। প্রকাশক: ছোটদের সময়।
পিপীলিকা পিপীলিকা
ছড়ার বই। লেখক: ফারুক হোসেন। ছবি: বিপ্লব চক্রবর্তী। দাম: ১৪০ টাকা। প্রকাশক: বাংলাদেশ শিশু একাডেমি। 
ধুমধাড়াক্কা
ছড়ার বই। লেখক: তপংকর চক্রবর্তী। ছবি: ধ্রুব এষ। দাম: ২০০ টাকা। প্রকাশক: ছোটদের সময়।
চট্টলার যত বীর
জীবনী। লেখক: রাশেদ রউফ। ছবি: শেখ গোলাম মোস্তফা। দাম: ৬৫ টাকা। প্রকাশক: বাংলাদেশ শিশু একাডেমি।
মানুষখানা
সায়েন্স ফিকশন। লেখক: কমলেশ রায়। ছবি: প্রসূন হালদার। দাম: ২০০ টাকা। প্রকাশক: পাঞ্জেরী।
সন্তোষ গুপ্ত
জীবনী। লেখক: তপন বাগচী। ছবি: শেখ গোলাম মোস্তফা। দাম: ৬৫ টাকা। প্রকাশক: বাংলাদেশ শিশু একাডেমি।  
আমরা বাসায় নেই
ছড়ার বই। লেখক: রোমেন রায়হান। ছবি: মামুন হোসাইন। দাম: ৮০ টাকা। প্রকাশক: বাংলাদেশ শিশু একাডেমি।   
বাঘের পিঠে রাজার ছেলে
গল্পের বই। লেখক: মীর লিয়াকত আলী। ছবি: নিসা মাহ্জাবীন। দাম: ১৩০ টাকা। প্রকাশক: বাংলাদেশ শিশু একাডেমি। 
দেশ স্বাধীনের গল্প
গল্পের বই। লেখক: সৌরভ সিকদার। ছবি: দেলোয়ার রিপন। দাম: ৬৫ টাকা। প্রকাশক: বাংলাদেশ শিশু একাডেমি।  
মনু গাঙের ধারা 
ছড়ার বই। লেখক: তুহিন তৌহিদ। ছবি: ফাইয়াজ হোসেন। দাম: ১৫০ টাকা। প্রকাশক: সৌম্য।
পরিটা খুব ভালো ছিল
গল্পের বই। লেখক: রেবেকা ইসলাম। ছবি: আরিফ কবির। দাম: ১০০ টাকা। প্রকাশক: ছোটদের বই। 
ভূত মামার মন্ত্র
গল্পের বই। লেখক: মনিরা পারভীন । ছবি: সৌম্য। দাম: ১৬০ টাকা। প্রকাশক: সম্প্রীতি।
স্বপ্ন ভয়ংকর
কিশোর উপন্যাস। লেখা ও ছবি: মোজাম্মেল প্রধান। দাম: ১৮৫ টাকা। প্রকাশক: জাগরণ। 
নির্বাচিত সেরা শিশু-কিশোর গল্প
লেখক: শামীম খান যুবরাজ। ছবি: দেলোয়ার রিপন। দাম: ৩০০ টাকা। প্রকাশক: শব্দশিল্প।
রাজুর ভুতুড়ে ম্যাজিক
গল্পের বই। লেখক: মুহসীন মোসাদ্দেক। ছবি: সাজ্জাদ রাফি। দাম: ২০০ টাকা। প্রকাশক: বইপুস্তক। 
ভূতের ডাক্তার
গল্পের বই। লেখক: কাঞ্চন রানী দত্ত। ছবি: মেহেদী হক। দাম: ১৫০ টাকা। প্রকাশক: বইপুস্তক। 
কুটকুটি ও হলুদ ধানের গল্প
গল্পের বই। লেখক: রকিবুল ইসলাম। ছবি: রাজীব দত্ত। দাম: ২০০ টাকা.। প্রকাশক: বাবুই। n
 

আরও পড়ুন

×