ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ছড়া কবিতা

ছড়া কবিতা

ষষ্ট শ্রেণী, নালন্দা উচ্চ বিদ্যালয়, শংকর, ধানমন্ডি, ঢাকা

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৪০

স ন জি ত  দে    
মহারাজ

আনন্দ বয়ে আনে
নানা প্রাপ্তির
কেন তাকে পেতে হব 
এত অস্থির!

আমি এই সবখানে
আছি বামে আছি ডানে
আনন্দ বেদনার 
সিঁড়ি বেয়ে নামি
পৃথিবীতে ভালো লোক 
হতে চাই আমি।

কে কী কথা বলেছেন
নানা পথে চলেছেন।
এগুলো তুচ্ছ করে 
রাখি মন হতে,
তাই আমি করি কাজ
হয়ে যাই মহারাজ
পায়ে পায়ে হেঁটে চলি 
আপনার রথে।

নূ র  মো হা ম্ম দ  দী ন  
কাঠবিড়ালী

কাঠবিড়ালীর ছাও
কোথায় তুমি যাও?
একটু ফিরে চাও
বলো না কী খাও?

কোথায় আমি যাই
আর আমি কী খাই
বলার সময় নাই
যাই, গুডবাই গুডবাই!


প্রি য় ব্র ত  চ ক্র ব র্তী   
একুশ তুমি

একুশ তুমি নিয়েছো প্রাণ
দিয়েছো ভাষা
পূরণ করেছো
বাংলায় কথা বলার আশা।

একুশ তুমি নিয়েছো রক্ত
দিয়েছো গৌরব
তাইতো তোমায় নিয়ে 
পৃথিবীতে এতো কলরব।

আমরা তো চেয়েছি কেবল 
বাংলায় কথা বলবো।
ঠিকই তো, ওই দানবদের কথা 
কেন বলো শুনবো?

মা সু ম  হা সা ন   
ইচ্ছে নদী

ইচ্ছে নদী-ইচ্ছে নদী
ছুটলে কোথায় নিরবধি-
এঁকেবেঁকে দূরে,
যাচ্ছো কোথায় একা একা
চিহ্ন এঁকে জলের রেখা-
কোন সে অচিনপুরে?
একটু না-হয় দেখো ভেবে
আমায় কি ভাই সঙ্গে নেবে-
যেথায় তুমি যাও? 

আরও পড়ুন

×