ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

ফড়িং মিয়ার চিঠি

বিজয় আঁকো বিজয় লিখো

বিজয়  আঁকো  বিজয়  লিখো

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ২৩:৪৫

ফড়িং সোনার দল, কী খবর তোমাদের? এই শীত-শীত আবহাওয়াটা বেশ ভালো লাগছে, তাই না? এই ভালো লাগা, মজা ও আনন্দকে আরও বাড়িয়ে দিতে আসছে ১৬ ডিসেম্বর; মানে আমাদের মহান বিজয় দিবস। অনেক গৌরবের এই দিনটিকে ঘিরে তোমরা যারা ছবি আঁকতে পছন্দ করো, তারা এঁকে ফেলো বিজয় দিবস নিয়ে কিংবা দেশ নিয়ে যেকোনো ছবি। যারা লিখতে পারো, তারা এ নিয়ে লিখে ফেলো যেকোনো গল্প, কবিতা কিংবা মনে যা আসে, তা-ই।
পরে লেখাটা কিংবা ছবিটা পাঠিয়ে দাও আমাদের কাছে। আমরা তা সব ফড়িংয়ের জন্য ছেপে দেবো। লেখা কিংবা ছবির সঙ্গে নিজের নাম, বয়স, ক্লাস ও স্কুলের নাম ঠিকানা লিখতে ভুলো না।


ফড়িং মিয়া, ঘাসফড়িং
সমকাল, টাইমস মিডিয়া ভবন (৫ম তলা), ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা

আরও পড়ুন

×