ছড়া-কবিতা
.
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ২৩:৪৯
আমীরুল ইসলাম-এর ছড়া
ছড়াগুলি
ছোট ছোট ছড়াগুলি
পাতা হয়ে উড়ে যায়।
দূরে বহুদূরে যায়।
হেমন্তের ঝরাপাতা
ছড়াগুলি।
রূপালী নদীর তীরে
ছড়াগুলি।
আকাশের মেঘ যেন
ছড়াগুলি।
পাতা হয়ে উড়ে যায়
দূরে বহুদূরে যায়।
টাট্টুর ঠাট্টু
এক যে ছিল টাট্টু
করতো অনেক ঠাট্টু।
যেই দিয়েছি গাট্টু
এক যে ছিল টাট্টু
খেলতে জানে লাট্টু।
লাট্টু ছিল আট্টু
আট্টু মানে আট্টি
হাট্টু মাটি হাট্টি।
এক যে ছিল টাট্টু
খুব সে গাটাগাট্টু।
- বিষয় :
- কবিতা