ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

ছড়া-কবিতা

ছড়া-কবিতা

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ২৩:২৬

সুফিয়ান আহমদ চৌধুরী   
সোনার দেশে  

বিজয় পতাকা বিজয় মিছিলে 
শিশুর দল ছুটে
সরিষা খেতে ধরে যায় তো
হাসির বান ঠোঁটে।

বিজয় দিনে বিজয় সুখে
উজালা মন রয়
স্লোগান ধরে সাহসে কণ্ঠে
নেই তো মনে ভয়।

সোনার দেশে বিজয় দিনে
পতাকা সুখে ওড়ে
ইলিক ঝিলিক দিনটা যায়
কিষান গান ধরে।

বিজয় বরণ করছে সবে
স্বপ্ন নিয়ে বেশ
বিশ্বের বুকে এগিয়ে যাবে
স্বর্ণালি প্রিয় দেশ।

 

খোরশেদ আলম নয়ন   
বয়ে যায় নদী শুধু নিরবধি  

ফিরে এলো শেষে বিজয়ের বেশে আবারো ডিসেম্বর
স্মৃতির বৃক্ষে জীর্ণ পাতার শুনি আজো মর্মর।
কিশোরের মুখে তরুণের বুকে নবীন উচ্ছলতা
কত প্রিয় মুখ আজো উন্মুখ খুঁজে ফিরে স্বাধীনতা!

তোমার জন্য সাঈদের মতো কত যে মায়ের ছেলে
দু’হাত বাড়িয়ে হাসি মুখে দিল বুকের রক্ত ঢেলে!
জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে তারা যে পথের দিশা
তবু কেন আজো হয়নি বিলীন দুঃখের এ অমানিশা।

সোনার দেশের সোনার মানুষ বার বার দেয় প্রাণ
অবুঝ মনের সবুজ স্বপ্ন আজো তবু ম্রিয়মাণ।
জোটে না আহার ক্ষুধিতের মুখে ফোটে না বাগানে ফুল
আসে না সুদিন দুঃসহ দিন হয় না যে নির্মূল।

বয়ে যায় নদী শুধু নিরবধি রক্তের স্রোতে লাল
নেই নিস্তার শুধু বিস্তার স্বপ্নের মায়াজাল।
হায়রে আমার চিরস্নেহময়ী দুঃখিনী জন্মভূমি
স্বরচিত এই বেদনার লিপি কবে খণ্ডাবে তুমি।

রক্ত ঝরার ইতিহাস ছাড়া হিসাবের খাতা ফাঁকা
স্বপ্ন জড়ানো সুনীল আকাশ আজো তাই মেঘে ঢাকা।
তবুও হৃদয়ে আশার বসতি পুষে যেতে হবে জানি
আমরা যে আজো চিরজাগ্রত সুদিনের সন্ধানী।

বিজয় পতাকা থাকবে অটুট উড়বেই অবিরাম
যার বুক জুড়ে অঙ্কিত এই বাংলাদেশের নাম!

 

মিতুল সাইফ   
মাটির টানে  

দখিন বাতাস মায়ের মতো হাত বুলিয়ে গায়
ডাক দিলো আয় আয়
মাঠের শেষে ঝোপের ধারে মটরশুটির বন
বললো ডেকে- শোন্
আকুল করা ডাকে
মন কি আমার মনের ভিতর থাকে!
একটা ছুটে যায় পেরিয়ে গোয়াল পাড়ার হাট
ছোট্ট খেয়া ঘাট
ধানের ক্ষেতে ছুটতে যেতে
রাখাল ছেলের বাঁশি
বললো ভালোবাসি
সেই বাঁশিতে টানে
না জানা কোন্ গানে
মন হারিয়ে যায় পালিয়ে যায়
মাটির ঠিকানায়
নদীর ধারে চিরল চিরল পাতা
দেয় বাড়িয়ে খাতা
সেই খাতাতে রঙ তুলিতে চিত্র করি শেষ
বুকের ভিতর দোল দিয়ে যায়
আমার সোনার দেশ।

আরও পড়ুন

×