আমিই ওড়াবো দেশের পতাকা
প্রতীকী ছবি
শারমিন নাহার ঝর্ণা
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ২৩:২৮
ছোট্টমোট্ট লাবিব। বড্ড উদাসী মন তার। কখন কী ভাবে আর কী যে বলে তা আগে থেকে অনুমানই করা যায় না। ওর অদ্ভুত সব কথা শুনে মাঝে মধ্যে বড্ড অবাক হন মা। যদিও লাবিবের একমাত্র বন্ধু তার মা। মায়ের সাথেই খেলা, মায়ের কাছেই যতো আবদার।
লাবিব তৃতীয় শ্রেণিতে পড়ে। এক রাতে তৃতীয় শ্রেণির বাংলা বই পড়ছে লাবিব। বইয়ে গল্প-বীরের রক্তে স্বাধীন এ দেশ। লাবিব পড়তে পড়তে মায়ের কাছে জানতে চায়, আম্মু, যুদ্ধ কেন হয়েছিলো?
মা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশ দখল করে নিতে চেয়েছিলো, তাই।
এই কথা শুনে লাবিব বলে উঠে, আম্মু, আমাকে বললে না কেনো, আমি থাকলে আমার খেলনা পিস্তল দিয়ে গুলি করে দিতাম, ভয়েই তারা পালিয়ে যেতো। আমাদের দেশ দখল করতে আসে। এতো সাহস!
মা মুচকি হেসে বলেন, বাবা, তুমি তো তখন ছিলেই না; কেমন করে যুদ্ধ করতে?
লাবিব বলে, ছিলাম না তাতে কী হয়েছে? এখন তো আছি। যদিও এখন যুদ্ধ নেই। তবে যুদ্ধ করে পাওয়া লাল-সবুজের পতাকা তো আছে। আমি যাচ্ছি পতাকা ওড়াতে। ১৯৭১ সালে থাকলেও আমি বিজয়ের পতাকা ওড়াতাম!
ছেলের কথা শুনে গর্বে মায়ের বুক ফুলে ওঠে। এই নাহলে তার সোনার ছেলে! n
- বিষয় :
- গল্প