ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

গল্প

ফটাস...

ফটাস...

ছবি এঁকেছেন ফাইয়াজ হোসেন

গল্প লিখেছেন দন্ত্যস রওশন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ০০:০৩

দোয়েল পাখিটা থাকে আম গাছে। সে অনেক খুশি। সারাদিন গান গায়। লেজ নাড়ায়। এ ডাল থেকে ও ডালে গিয়ে বসে। একদিন সকাল বেলা। সে দেখলো আরেকটা দোয়েল পাখি। পাশের গাছে বসে আছে। এতো বড় দোয়েল পাখি সে জীবনেও দেখেনি! একটা ছোট হাতির সমান পাখিটা।
ছোট দোয়েলটা অবাক। এতো বড় পাখিটা কোথা থেকে এলো! ছোট দোয়েলটা ডাকলো, ‘এই যে ভাই, ভালো আছো। তোমার নাম কী?’
বড় দোয়েলটা কথা বললো না। ছোট দোয়েলটার মন খারাপ হলো। তার মনে হলো, সে ছোট তাই কথা বললো না। এরপর ছোট পাখিটা আর গান গায় না। মন খারাপ করে ডালে বসে থাকে।
ঘুমিয়েছিলো ছোট দোয়েল। হঠাৎ কিচিরমিচিরে ঘুম ভাঙলো। সে দেখলো, অনেক পাখি। হলদে পাখি। ঘুঘু পাখি। ময়না, টিয়া আরও অনেক পাখি। সবাই বড় দোয়েলটাকে দেখতে এসেছে। এতো বড় দোয়েল দেখে তারা অবাক।
ছোট দোয়েলের আরও মন খারাপ হলো। পাখিরা আসতে থাকে রোজ রোজ। তারা বড় পাখিটার প্রশংসা করে। তার জন্য বসে বসে গান গায়। ছোট দোয়েল ভাবলো, সে আর আম গাছে থাকবে না। অনেক দূরে চলে যাবে। গভীর বনে গিয়ে থাকবে। তাই হলো। সে চলে গেলো গভীর বনে। দোয়েলটা উঁচু ডালে বসে থাকে একা। কারও সাথে কথা বলে না। বনের পশুরা মাথা উঁচু করে তাকে দেখে। বাঘ জানতে চায়, ‘কী হয়েছে ছোট পাখি?’
দোয়েল কোনো কথা বলে না।
হরিণ হাঁটছে গাছের নিচ দিয়ে। সে মাথা উঁচু করে। বলে, ‘কী হয়েছে পাখি? একটা গান গাও তো শুনি।’
দোয়েল কোনো গান গাইলো না। কোনো কথাও বললো না। 
একদিন দোয়েলের পাশে এসে বসলো একটি সারস পাখি। দোয়েলের সব কথা শুনলো মন দিয়ে। সারস বললো, ‘এতে মন খারাপের কী আছে। চলো তোমাকে দিয়ে আসি। ওই পাখিটা বড় তাতে কী অসুবিধা?’
দোয়েল আর সারস উড়তে লাগলো। পৌঁছে গেলো সেই আম গাছে। সত্যি অবাক হলো সারস। বাপরে। এতো বড় দোয়েল! সারস দেখলো, বড় পাখিটার চারপাশে অনেক পাখি গান গাইছে। দোয়েল আর সারস বড় দোয়েলটার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। সারস শুনতে চাইলো, ‘তুমি এতো বড় হলে কীভাবে? তোমার বাসা কোথায়। কোথা থেকে এলে?’
বড় দোয়েল কোনো কথা বললো না। নড়লোও না। শুধু বাতাসে তার লেজ নড়ছে।
অনেক পাখির ঠেলাঠেলি। ঠেলাঠেলিতে সারস গিয়ে পড়লো দোয়েলটার ওপর। তার ঠোঁট গিয়ে পড়লো দোয়েলের পিঠের উপরে। ওমনি ফটাস করে শব্দ হলো।
সব পাখি অবাক হলো। বড় দোয়েল নাই। সারস বললো, ‘এটা তো একটা বেলুন। বেলুন পাখি। চুপসে গেলো।’
ছোট দোয়েলটাও অবাক। হায়, হায় 
এতোদিন সে হাতির সমান পাখিটাকে 
সত্যি ভেবেছে! v 
 

আরও পড়ুন

×