ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ছড়া-কবিতা

ছড়া-কবিতা

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ০০:০৪

রো কে য়া  খা তু ন  রু বী 
প্রজাপতি মেলে ডানা

তাতানো দুপুরে ঝলসানো রোদ মাছগুলো জলে ভাসে
এলোচুল নিয়ে একটি কিশোরী কথায় কথায় হাসে।
মায়ের কঠিন চাহনি দেখে হয়তো পালায় দূরে
কী করে বুঝাবে বুকের মধ্যে পাখিরা ডাকছে সুরে।
পাখিদের নাম সব জানা নেই কোকিল, পাপিয়া কেউ
পাখা মেলে তারা বাতাসের গায়ে বানায় নদীর ঢেউ।
ঢেউ কি উথাল-পাথাল নইলে বুকের মধ্যিখানে 
হাসির ফোয়ারা চঞ্চলতার নাচের ছন্দ আনে। 

কিশোরী কখনো সজনে গাছে দেখেনি পাতার কাঁপন
তবু মনে মনে সাদা ফুলগুলো লাগছে ভীষণ আপন।
ফড়িং উড়লে পাখার শব্দ সেওতো লাগায় ভালো  
কেবল জোনাকী শহর ছেড়েছে জ্বলে না নীলচে আলো।
তবু নীল আছে অপরাজিতায় মৌমাছি দেয় হানা
কিশোরীর বুকে নামহীন সব স্বপ্ন নাড়ায় ডানা।
বইয়ের পাতা ভালো লাগে তবু বেলা অবেলার মতো
কখন মনটা কোথায় যে যায় ছবি আঁকে অবিরত।

যে ছবির আছে হয়তো শুরু শেষটুকু নেই জানা
মেয়েটি কিশোরী তার মনেপ্রাণে প্রজাপতি মেলে ডানা।

 

হু মা য়ূ ন  ক বী র  ঢা লী 
জ্ঞান-বিজ্ঞান

চাঁদের কিনার থেকে লাফ দাও যদি
কোনদিকে যাবে তুমি ভাবো নিরবধি
অথবা কিনারে যেতে পারবে কি, ভাবো
যদি পারো আমি তবে তোমা সাথে যাবো।

বিজ্ঞান কী বলে জানো, জানুক সবাই
লাফ দেয়া নয় সোজা জেনেছি তাহাই
পৃথিবীর কিনারই দেখেছ কি খুঁজে
চাইলেই যাবে তুমি দুই চোখ বোজে?

হয়তো যাওয়া যাবে কোনো একদিন
যাওয়ার পথ দেবে বিজ্ঞানীর টিম
অসম্ভবকে সম্ভব করছে বিজ্ঞান
লেখাপড়া করো ঠিক পাবে সেই জ্ঞান।

 

মে জু  আ হ মে দ  খা ন 
ফড়িং সোনা

ধানের পাতায়
একটা ফড়িং
পাখনা মেলে উড়ছে
পেছন পেছন
ওই ফড়িংয়ের
ছোট্ট ছানাও ঘুরছে।

একটা পাতায় বসলে ফড়িং
ওই পাতাতে বাচ্ছা তার
ধানের ক্ষেতে ঘাস ফড়িংয়ের
ওড়ার মজা আচ্ছা তার!

ফড়িং সোনা ফড়িং সোনা
ধানের পাতায় ওড়লো
তাই না দেখে জারা মণির
আনন্দে মন ভরলো। 

আরও পড়ুন

×