ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

জুলাই তুমি স্বাধীন সকাল তুমিই বাংলাদেশ

জুলাই তুমি স্বাধীন সকাল তুমিই বাংলাদেশ

.

আশিক মুস্তাফা

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ০০:০৪

‘আমার ভাইয়ের রক্ত মাখা জুলাই অনিঃশেষ
জুলাই তুমি স্বাধীন সকাল তুমিই বাংলাদেশ।’
মনে পড়ে গেলো ২০২৪ সালের জুলাইয়ের কথা? মন থেকে এখনও যায়নি জুলাই বিপ্লবের স্মৃতি?
আচ্ছা, জুলাই মাসে তুমি কোথায় ছিলে? কী করেছিলে? হয় তুমি কপালে পতাকা বেঁধে হাতে আরেকটি লাল-সবুজের পতাকা নিয়ে পাড়ার রাস্তায় দাঁড়িয়ে ছিলে; বন্ধুদের সঙ্গে মিছিলে যোগ দিয়েছিলে। কিংবা বড় ভাইয়া-আপুদের জন্য পানি এগিয়ে দিয়েছিলে। হয় তোমার কাছের কোনো বন্ধুকে হারিয়েছিলে কিংবা গুলি লাগা ভাইয়া-আপুদের সাহায্যে এগিয়ে গিয়েছিলে। তোমাদের দেখে বাবা-মা বুক ফুলিয়ে বলেছিলেন, আমার এইটুকুন বাচ্চাটার কতো সাহস! কাউকে ভয় পায় না সে; দেশের জন্য তার এতো ভালোবাসা, এতো আবেগ অথচ আমরা তাকে বুঝতেই পারলাম না! 
আসলে তোমরা ছোট শরীরের একেকটা বড় মানুষ! নাহয় এই বিপ্লবে তোমাদের এতো এতো সহপাঠী কিংবা সমবয়সীদের হারাতে হতো না। পৃথিবীর যে কোনো দেশেই দুষ্টু মানুষরা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শিশু আর নারীকে বেছে নেয়। আমাদের দেশেও তাই হয়েছিল। সে তোমরা নিজের চোখেই দেখেছো। 
এই দেখা জুলাই বিপ্লব নিয়ে এবং জুলাই বিপ্লবে ঘটে যাওয়া অদেখা বিষয় নিয়ে তোমাদের প্রিয় লেখকরা লিখেছেন গল্প, ছড়া-কবিতা, প্রবন্ধ-নিবন্ধসহ আরও কতো কী! এসব লেখা নিয়ে তোমাদের জন্য ‘জুলাই বিপ্লব সংকলন’ প্রকাশ করেছে ছোটদের সময়। ২০০ টাকা দামের এ সংকলনটি সম্পাদনা করেছেন মামুন সারওয়ার। সংকলনটির প্রচ্ছদ করেছেন প্রিয় শিল্পী রজত। বিশেষ এ সংকলনটি পড়ে জানিও আমাদের, কেমন লাগলো; ঠিক আছে? n

আরও পড়ুন

×