ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

বিশেষ কিছু

নতুন বই নতুন বন্ধুর আনন্দ

নতুন বই নতুন বন্ধুর   আনন্দ

.

লুবাবা মারইয়াম

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ০০:০৫

নতুন বছরের প্রথম দিন মানে, ২০২৫ সালের জানুয়ারির ১ তারিখ আমার নতুন বই পাওয়ার দিন। ৩১ ডিসেম্বর রাত থেকেই আমার ভাবনায় কেবল নতুন বই। খুশিতে রাতে ঘুমই আসছিলো না।
যাক, অনেক বড় রাত শেষে ভোর হলো। সকাল এলো। বাবার সঙ্গে গেলাম স্কুলে। যদিও অন্যান্য দিন মা-ই আমায় স্কুলে নিয়ে যায়। আজ বিশেষ দিন তাই বাবা গেলেন। সঙ্গে মাও। মাকে ছাড়া আসলে আমি যেন স্কুলে যেতেই পারি না। মা থাকলে সাহস পাই। তো স্কুলে যাওয়ার পর বন্ধুদের সঙ্গে দেখা হলো। ছুটিতে আমরা কে কোথায় গিয়েছি তা নিয়ে গল্প হলো। কে কী দেখেছি তাও বলেছি সবাই। বিদ্যালয়ের সবাই নতুন বই পেলাম। আমাদের সবার হাতে নতুন বই। আমার বন্ধু জাইমা, লাবিবা, ইফতি, নুমায়রা, মুনতাকার হাতেও নতুন বই। সবাই খুশি। বই পাওয়ার পর বন্ধুদের হাসিমুখ দেখতে অনেক ভালো লাগছিলো।
আহা কী আনন্দ। লাল ফিতায় মোড়ানো তিনটি বই। যেন রঙিন এক ঝুড়ি বেলুন। তিনটি বইয়ের রং তিন রকমের। কতো সুন্দর। গন্ধটাও মনকাড়া! আমি নাক টেনে টেনে বইগুলো খুলি আর গন্ধ নিই। নতুন বইয়ের গন্ধ দারুণ। আর বইয়ের ওপরে কতো সুন্দর সুন্দর ছবি। পেছনে আবার জুলাই বিপ্লবের ছবি। বইয়ের ভেতরে যখন গেলাম, পড়লাম– জুলাই বিপ্লবের বীরদের কথা তখন কী যে ভালো লাগলো আমার। ইচ্ছে করলো সব একসাথে পড়ে ফেলি। আবার প্রতিটি পড়ার সাথে চমৎকার সব ছবি। সহজ এবং আকর্ষণীয়। দাদাভাই, মা-বাবা আর আপুকেও দেখালাম আমার নতুন বই। সবাই বলে, তোমার বইগুলো তো ভারি সুন্দর। আমি বুকে জড়িয়ে ধরলাম বইগুলো। রাতে ঘুমুতেও গেলাম নতুন বই জড়িয়ে! আমার নতুন বইয়ের ঘোর কাটবে না। কমবে না ভালোবাসা! 

বয়স : ১‍+২+২+৩ বছর; দ্বিতীয় শ্রেণি, মইজদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনবাগ, নোয়াখালী

আরও পড়ুন

×