ঢাকা সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

লেখা ও ছবি

পাহাড়ে পোকার ঘর তৈরি

পাহাড়ে পোকার ঘর তৈরি

.

প্রজ্ঞান সরকার ­

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ২৩:২৪

ছুটিতে মায়ের সাথে বেড়াতে গেলাম নীলাচল পাহাড়ে। পাহাড় আমার ভালো লাগে। জানো, আমার পৃথিবীতেও একটা পাহাড় আছে! সেটা কোথায়? তা বলবো না। যাক, পাহাড়ে অনেক পোকা দেখেছি। ভাবলাম,  আমাদের ঘর আছে। কিন্তু পোকারা কোথায় থাকে? তাদের নিশ্চয়ই ঘর নেই! আমি পোকাদের জন্য ঘর বানালাম। সেখানে পোকারা মা-বাবা, ভাই-বোন, দাদু-দিদা সবার সাথে থাকবে। 

বয়স : ১‍+২+২ বছর; নার্সারি, উত্তরণ প্রিপারেটরি স্কুল, ঢাকা

আরও পড়ুন

×