ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

এইটা আবার কী?

এইটা আবার  কী?

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ০০:৩৯

বনের ধারের বাঘ

আফসান বিন আনোয়ার


অনেক দিন আগের কথা। বনের ধারে একটা বাঘ ছিলো। সেই বাঘটা ছিলো অনেক ক্ষুধার্ত। যেই বাঘটা বনের মধ্যে একটা খরগোশ দেখতে পেলো, অমনি  খরগোশের জন্য বাঘটা দৌড়ে এলো। তারপর বাঘটা খরগোশটাকে খেয়ে ফেললো! এরপর আরাম করে বিশ্রাম নিতে থাকলো।
  
বয়স : ২+২+২ বছর; কেজি, বেসিক ক্রিয়েটিভ স্কুল, ঢাকা
 

 

রাগী বাঘ মামা

সিদরাতুল মুনতাহা সপ্তর্ষি


এটা তো মনে হচ্ছে বাঘ। তবে তার অনেক রাগ। তাই দাঁত বেরিয়ে গেছে। চোখগুলো দেখো, কেমন ভয়ংকর দেখাচ্ছে। 
রাগী বাঘ মামাকে আমি ভয় পাই। তাই ভয়ে ভয়ে তাকে রাঙিয়ে দিলাম!

বয়স : ৩+৩ বছর; কেজি, ডিএপিএস, মিরপুর, ঢাকা

 

এ তুমি, কে তুমি?

উম্মে নুদার তাহা


এ তুমি, কে  তুমি? এলে কোথা থেকে? মনে হয় তোমাকে কোথাও দেখেছি। কিন্তু কোথায়? কোথায়? দাঁত দেখে মনে হচ্ছে এই বুঝি কামড়ে দেবে। এই যে, এতো তাড়াতাড়ি কেউ কি দৌড়ায়? তোমার এই লেজ দেখে আমি ভাবলাম, বুঝি সাপ। কিন্তু না। একটু ভালো করে তাকিয়ে বুঝে গেলাম এটি লেজ। আর হ্যাঁ তোমার নামটা কি একটু বলবে? 
  
তাহা কোন শ্রেণিতে পড়ে তা লিখতে ভুলে গিয়েছে। তবে সে সাভারের হলি সোল আইডিয়াল স্কুলে পড়ে 

আরও পড়ুন

×