মাম্মির সঙ্গে

.
মাইশা মালিহা ইফতি
প্রকাশ: ১৭ মে ২০২৫ | ০০:৩১
আমি আমার মাকে খুব ভালোবাসি। আদর করে মাকে মাম্মি বলে ডাকি। গত বছর আমার একটা বোন হয়েছে। ওর বয়স এখন মাত্র এক বছর। মাম্মি আমাদের ২ জনকে জামা কিনে দেন। প্রতিদিন বিকেলে আমাদের মজার মজার নাশতা খাওয়ান। বেড়াতে নিয়ে যান। মাম্মি আমাকে পড়ান। তাই আমি প্রতিবার প্রথম হই। মাম্মি কখনও আমাকে বকা দেন না। আমার খুব ভালো লাগে। মাম্মি আমাকে চকলেট, আইসক্রিম খেতে দেন। আমি বায়না করলে আমার বায়না পূরণ করেন। মাম্মি আমাকে খুব ভালোবাসেন। আমি মাম্মির এবং মাম্মি আমার সবচেয়ে ভালো বন্ধু।
n বয়স : ৩+৩+৩ বছর; চতুর্থ শ্রেণি, পাতাবাহার একাডেমি, বগুড়া
- বিষয় :
- গল্প